পূজা ও অদ্রিতের প্রেম ৫৬ সিনেমা হলে
মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম আমার ২’। আগামীকাল সারা দেশে ৫৬টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের পূজা চেরি ও কলকাতার অভিনেতা অদ্রিত। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বিদুলা ভট্টাচার্য।
জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘গত শুক্রবার আমরা ছবিটি একটি সিনেমা হলে মুক্তি দিয়েছিলাম। তবে আগামীকাল সারা দেশে আমরা ছবিটি মুক্তি দিচ্ছি। সারা দেশে ৫৬টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি সবার কাছে ছবিটি ভালো লাগবে। সব ছবি মুক্তির সময় আমরা সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াই। দর্শকদের সাথে কথা বলি, সেই হিসেবে আগামীকালও জাজের কয়েকটি টিম সিনেমা হলগুলোতে ঘুরবে। দর্শকদের সাথে কথা বলবে। সাথে চমক হিসেবে থাকছেন পূজা চেরি। কথা বলবেন দর্শকদের সাথে।’
খোকন আরো বলেন, ‘ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। এরই মধ্যে তাঁর ছবি দর্শক পছন্দ করেছেন। বিগত দিনে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটো ব্যবসা করেছে। তাঁর অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছে। সে হিসেবে এই ছবিটিও দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি।’
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে রাজ চক্রবর্তী প্রডাকশনস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ২০০৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘প্রেম আমার’।