মনোজ-তিশার ‘তবুও ভোর হবে’

Looks like you've blocked notifications!
‘তবুও ভোর হবে’ নাটকের একটি দৃশ্যে মনোজ ও তিশা। ছবি : সংগৃহীত

মনোজ  কুমার প্রামানিক ও তাসনুভা তিশা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘তবুও ভোর হবে।’

তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু।এনটিভিতে আজ  শনিবার  রাত ৯টা ৫ মিনিটে নাটকটি  প্রচারিত হবে।  

এতে আরো অভিনয় করেছেন  তারিক আনাম খান, সাবেরী আলম, রোমেল  বড়ুয়া, নুজহাত আনজুম সিলভা, হিন্দোল রায়  প্রমুখ।

‘তবুও ভোর হবে’ -এর গল্পে দেখা যাবে, ‘রাত নেমে এসেছে শহরে। শহরের একটি হাসপাতালের করিডোরে পায়চারী করছে পঞ্চাশোর্ধ মাসুদ সাহেব। কেবিনে বিশ্রামরত তার স্ত্রী সাথী মৃত্যু পথযাত্রী। ডাক্তারের বেঁধে দেওয়া সময় হতে আরো ১২ দিন অতিক্রম করায় মাসুদ সাহেব উদ্বিগ্ন। তার পাশের কেবিনে ভর্তি করা হয় অতনুর স্ত্রী তিথিকে। হাসপাতালের করিডোরেই অতনুর সাথে মাসুদ সাহেবের পরিচয় হয়। অতনু ভালোবেসে বিয়ে করে তার স্ত্রী তিথিকে। কিন্তু পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় অতনুর সাথে তিথির পরিবরের কারো সম্পর্ক নেই। মাসুদ সাহেব অতনুকে সাহস জোগায়। নিজের অতীত জীবনের ছায়া দেখতে পায় মাসুদ সাহেব অতনুর জীবনে।