নিজের ইউটিউব চ্যানেলের জন্য থাইল্যান্ডে জয়া

নিজের ইউটিউব চ্যানেলের জন্য শুটিং করছেন নায়িকা জয়া চৌধুরী। জয়া প্রডাকশনের ব্যানারে এরই মধ্যে নির্মিত হয়েছে কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও মিউজিক ভিডিও।
গতকাল রোববার জয়া নতুন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর জন্য থাইল্যান্ড গেছেন। আগামী ১০ মার্চের ভেতর কাজ শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘গতকাল আমি থাইল্যান্ডে এসেছি। এখানে দুটি মিউজিক ভিডিও এবং একটি শর্ট ফিল্মের দৃশ্য শুটিং করব। আগামী ১০ তারিখ কাজ শেষ করে দেশে ফিরব ইনশাআল্লাহ।’
জয়া আরো বলেন, ‘আমি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণ করছি। তবে বর্তমান সময়ে চলচ্চিত্র থেকে টাকা পাওয়া কষ্টের হয়ে গেছে। আর আমি অভিনয়পাগল মানুষ, যে কারণে নিজেই ইউটিউব চ্যানেল করেছি। এখন থেকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও প্রকাশ করব। প্রাথমিকভাবে আমি কাজ শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
জয়া চৌধুরী বর্তমানে ‘বাঘিনী’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর চলচ্চিত্র ‘ফুলবানু’। ‘চার অক্ষরের ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর পথচলা শুরু। চলচ্চিত্র জগতে গুণী পরিচালক চাষী নজরুল ইসলামের হাত ধরেই আবির্ভাব জয়ার।