ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে যা বললেন জন
বলিউড তারকা জন আব্রাহাম এমন একজন অভিনেতা, যিনি গুঞ্জনে কান দেন না, হুজুগে ঝাঁপ দেন না। সোজাসাপ্টা কথা বলেন প্রখর ব্যক্তিত্বসম্পন্ন এ তারকা। সম্প্রতি এ অভিনেতা তাঁর আগামী ছবি ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবির ট্রেইলার মুক্তি দেন।
কাশ্মীরে পুলওয়ামাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে সচেতন জন আব্রাহাম। তবে এ নিয়ে জনজোয়ারে গা ভাসাননি তিনি।
‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিটি এক গোয়েন্দা কর্মকর্তার বাস্তব জীবনকাহিনী অবলম্বনে নির্মিত। ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে পুলওয়ামা আক্রমণের পর ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জন আব্রাহামের মত চান সাংবাদিকরা।
জন আব্রাহাম বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হওয়া জরুরি, কোনো দেশ বা ধর্মের বিরুদ্ধে নয়। এ ব্যাপারে আমার অবস্থান একদম পরিষ্কার। আমি ওই ধরনের অভিনেতা নই, যাঁরা বলে, ‘মানুষ এটা পছন্দ করবে, তাই আমারও করা উচিত।’ এখন বিভক্তি বাড়ছে, যা বিপজ্জনক।”
জন আব্রাহামের শেষ কয়েকটি চলচ্চিত্রই দেশপ্রেম বিষয়ক। ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় সব দুর্নীতিবাজ পুলিশকে হত্যা করার লক্ষ্যে একটি মিশনে ছিলেন জন। ‘পরমাণু’ ছবিতে ১৯৯৮ সালে পোখরানের ভারতীয় সেনাবাহিনী দ্বারা পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর বিষয়টিতেও তিনি একজন আইএএস অফিসারের ভূমিকা পালন করেছিলেন।
রবি গ্রেয়াল পরিচালিত ‘রোমিও আকবর ওয়াল্টার’ মুক্তি পাবে আগামী ৫ এপ্রিল। অ্যাকশনধর্মী এই সিনেমায় আরো রয়েছেন জ্যাকি শ্রফ, মৌনি রায়, সিকান্দার খের, সুচিত্রা কৃষ্ণমূর্তি, বিক্রমজিৎ কানওয়ারপাল, গীতিকা বিদ্যা ওহলিয়ান, রঘুবীর যাদব প্রমুখ। সূত্র : বলিউড বাবল, এনডিটিভি