ভাইয়ের বাগদানে কিছু লুকালেন প্রিয়াঙ্কা?

বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। সাবেক এই বিশ্বসুন্দরী জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বলিউড-হলিউড দুদিকেই সমান পদচারণ তাঁর। পিসি প্রমাণ করেছেন, কঠোর পরিশ্রম করলে প্রত্যাশিত ফল আসবেই।
সম্প্রতি স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভাই সিদ্ধার্থ চোপড়া ও ইশিতা কুমারের রোকা অনুষ্ঠানে (বাগদান) যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের বিমানবন্দরে নেমেই নিকের সঙ্গে যুগল ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়েছিলেন পিসি।
যা হোক, সিদ্ধার্থ-ইশিতার আংটিবদল অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফের প্রিয়াঙ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। ছবিটি দেখে অনেকের মত, অনুষ্ঠানে নিজের ‘বেবি বাম্প’ হাত দিয়ে লুকানোর চেষ্টা করেছেন ‘কোয়ান্টিকো’ তারকা।
ছবিটিতে দেখা যায়, ভাই সিদ্ধার্থ ও তাঁর বাগদত্তার সঙ্গে নিকসহ পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। হাস্যোজ্জ্বল সবাই। প্রিয়াঙ্কা তাঁর ডানহাত দিয়ে পেট ঢেকে রেখেছেন।
গেল মাসে ‘ইজ নট ইট রোমান্টিক’ ছবির প্রচারণাকালে মার্কিন সাংবাদিকরা বেশ কয়েকটি ছবি তোলেন প্রিয়াঙ্কার, সেই ছবিগুলোতে বেবি বাম্পের আঁচ পান ভক্তকুল। গুঞ্জন চরমে ওঠে, প্রথম সন্তানের আশা করছেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক। এ নিয়ে বিনোদন সংবাদমাধ্যমগুলোতে খবরও প্রকাশিত হয়।
পরে অবশ্য প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানান, অন্তঃসত্ত্বার গুঞ্জনের কোনো সত্যতা নেই। বেবি বাম্প মনে করার কারণ হিসেবে তিনি ক্যামেরার অ্যাঙ্গেলকে দায়ী করেন। একটি শীর্ষ দৈনিককে মধু বলেন, ‘ওটা ছিল বাজে অ্যাঙ্গেল। পোশাক সুন্দর ছিল। শুধু কয়েকটি ছবিতে তাঁকে অমন দেখাচ্ছিল, বাকি ছবিগুলো ঠিক আছে। এর দোষ ক্যামেরা অ্যাঙ্গেলের!’
মজার ব্যাপার হলো, প্রিয়াঙ্কা তাঁর ‘ইজ ইট নট রোমান্টিক’-এর প্রিমিয়ারে সন্তান নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। বলেন, মা-বাবা হতে চান তাঁরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত প্রিমিয়ারে গণমাধ্যমকর্মীদের প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই আমরা সন্তান নিতে চাই। কিন্তু যখন সঠিক সময়টি আসবে, তখন।’ সে কারণেই গুঞ্জন চরমে ওঠে।
সম্প্রতি প্রিয়াঙ্কাকে তাঁর স্বামী ও জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’-এ দেখা যায়। বেশ উদযাপন করেই জীবন কাটান পিসি। ভক্তদের আশা, মা হওয়ার খবরও শিগগিরই ঘোষণা দেবেন তিনি।
সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। আগামী ১১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। সূত্র : বলিউড বাবল