অনাচার করতে চাইনি, ‘বান্ধobi’ নিয়ে রাবা খান

Looks like you've blocked notifications!
উপস্থাপক রাবা খান। ছবি : সংগৃহীত

উপস্থাপক ও ইউটিউবার রাবা খান প্রথমবারের মতো বই লিখেছন। ‘বান্ধobi’ শিরোনামে বইটি  প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁকে নেয় শুরু হয় সমালোচনা, বিতর্ক ও আলোচনা। এর কারণ বইটি ইংরেজি ভাষা ও ইংরেজি হরফে বাংলার সংমিশ্রণে লেখা।

এর কারণ কী? রাবা বলেন, ‘আমি বইটা খুব সহজ ও কথোপকথোন ভাষায় লিখেছি। অন্য পাঠকরা সহজে যাতে বুঝতে পারে তাই এভাবে লিখেছি। বইয়ের টাইটেল আমি বাংলিশ করে লিখেছি এর কারণ বইয়ের ভিতরের গল্পগুলো সম্পর্কে আমি পাঠককে স্পষ্ট ধারণা দিতে চেয়েছি। বইটিতে উদ্বেগ, অনিরাপদ, গ্রহণ, ভয়, ব্যর্থতার নানা বিষয় নিয়ে আমি লিখেছি। নয়জন নারীর গল্প বইটিতে আমি এনেছি, যে নারীরা আমাকে উৎসাহিত করেছে নানা ভাবে। গল্পগুলো তাঁদের নিয়েই লেখা। এখানে একা মায়ের গল্প যেমন আছে তেমনি এসিডদুগ্ধ নারীর গল্প। বাংলা লেখার উদ্দেশ্য, আমি কোন অনাচার করতে চাইনি। আমি গল্পগুলো যাদের নিয়ে লিখেছি, তারা যেভাবে কথা বলে সেভাবেই লেখার চেষ্টা করেছি।’

রাবা খান আরও বলেন, ‘এটা একটা আমার পরীক্ষামূলক বই ছিল। আমি চেয়েছিলাম নতুন কিছু করার, সেটা আমি করছিও। ভবিষ্যতেও করব। দয়া করে আমার বইয়ের প্রচ্ছদ দেখে এর বিচার করবেন না।’

রাবা আরও জানান, যাঁরা তাঁর চিন্তা চেতনা, ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও পছন্দ করেন তাঁদের এই বইটি ভালো লাগবে।

দেশের একটা বেসরকারি রেডিও চ্যানেলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন রাবা। এর বাইরে অভিনয় এবং ফেসবুকে রস্যাত্মক, বিদ্রুপ ও সমাজের নানা বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ব্যাপক আলোচিত তিনি। পেয়েছেন পরিচিতি ও জনপ্রিয়তা।