লাঞ্চ ডেটে আলো ছড়ালেন মালাইকা-অর্জুন

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী সিনেপাড়ায় নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। দীর্ঘদিন মুখে কুলুপ এঁটে থাকার পর সম্প্রতি একটি শোতে মালাইকার স্বীকারোক্তির পর বিয়ের গুঞ্জন জোরালো হচ্ছে।
লোকে যা-ই বলুন, অন্তর্জালে যা-ই লেখা হোক, আর আলোকচিত্রীরা ক্যামেরাবন্দির জন্য মুখিয়ে থাকুন—‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা ও ‘গুন্ডে’ তারকা অর্জুন ঘনিষ্ঠ সময় কাটাতে লুকোচুরি করেন না।
সাপ্তাহিক ছুটির দিন রোববারও দুজন দুজনকে সঙ্গ দিলেন তাঁরা। গতকাল অর্জুনের কাজিন মোহিত মারওয়া ও তাঁর স্ত্রী অন্তরা মোতিয়ালার আয়োজনে লাঞ্চ ডেট সেরেছেন এ যুগল। রেস্তোঁরা থেকে বের হওয়ার পর আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়লেন তাঁরা।
মালাইকা পরেছিলেন প্যান্ট-স্যুট, সঙ্গে ক্রপ টপ। আর অর্জুন পরেছিলেন ক্যাজুয়াল কালোরঙা টি-শার্ট ও ম্যাচ করে ডেনিমের সঙ্গে টুপি।
কয়েক দিন আগে সুইজারল্যান্ডে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির সঙ্গে শ্লোকা মেহতার বিবাহপূর্ব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মালাইকা-অর্জুন। অর্জুনের পরিবারের লোকজনের সঙ্গে তোলা একটি দলগত ছবি অন্তর্জালে সাড়া ফেলেছিল।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আগামী মাস, অর্থাৎ এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে চলেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। খ্রিস্টান রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এ যুগল। শোনা যাচ্ছে, কোনো হৈ-হুল্লোড় বা বড়সড় উদযাপন ছাড়াই একেবারে পারিবারিক আয়োজনে বিয়ে সারবেন মালাইকা-অর্জুন।
রোববার লাঞ্চ ডেট করেন মালাইকা-অর্জুন। ছবি : সংগৃহীত
মডেল-অভিনেত্রী মালাইকা অরোরার বোন অমৃতা অরোরাও সাদামাটা আয়োজনে খ্রিস্টান রীতিতে বিয়ে সেরেছিলেন। মনে হচ্ছে, বড় বোন মালাইকা তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন।
চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও জনপ্রিয় টিভিব্যক্তিত্ব করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমের সর্বশেষ পর্বে কফির অতিথি ছিলেন কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ওই পর্বে বেবো ও পিসি দুজনই মালাইকা-অর্জুনের সম্পর্ক নিশ্চিত করেন।
একই শোর চূড়ান্ত পর্বে দীর্ঘদিন চুপ করে থাকার পর অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সে যেভাবেই হোক।’
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এরপরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। সূত্র : ইন্ডিয়া টিভি