চঞ্চল-মিমের ‘নীল দরজা’র রহস্যময় পোস্টার!

চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে একসঙ্গে অন্যরকম লুকে দেখতে পাবেন দর্শক। ‘নীল দরজা’ শিরোনামে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছের এই জুটি। পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।
ওয়েব সিরিজের একটি পোস্টার নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে আজ দুপুরে শেয়ার করেছেন মিম। সেখানে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায় তাঁকে। মিমের চোখে ছিল রহস্যময় দৃষ্টি। অন্যদিকে, চঞ্চল চৌধুরীকেও বোরকা পরা অবস্থায় দেখা যায়। তবে তাঁর মুখ নয়, চোখই দেখা যাচ্ছে শুধু।
পোস্টার দেখে মিমের ভ্ক্তরা এরইমধ্যে তাঁকে শুভকামনা জানাতে শুরু করেছেন। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত ছয় পর্বের এই ওয়েব সিরিজটি দেখা যাবে অনলাইন প্লাটফর্ম বায়োস্কোপে।
মিম বলেন, “কিছুদিন পরেই আসছে ‘নীল দরজা’। অপেক্ষায় থাকুন।’ বেশ কিছুদিন ধরে শাহরিয়ার শাকিল প্রযোজিত এই ওয়েব সিরিজের শুটিং হচ্ছে পুরান ঢাকার বিভিন্ন জায়গায়।
নির্মাতা গোলাম সোহরাব দোদুল জানান, পুরান ঢাকার অনেক পুরোনো এক বাড়ির ভাড়াটিয়ার গল্প নিয়েই এই ওয়েব সিরিজ। লিখেছেন শাহজাহান সৌরভ। মিম ও চঞ্চল ছাড়াও এতে অভিনয় করছেন ইন্তেখাব দিনারসহ অনেকে।