শুক্রবার মুক্তি পাচ্ছে বাপ্পি ও আঁচলের ‘আজব প্রেম’
বড় পর্দায় আবারো বাপ্পি ও আঁচলের প্রেম রসায়ন দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘আজব প্রেম’। আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ছবিটি। বলিউডের একটি ছবির নকল বলে ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠলেও ছবির নায়ক বাপ্পি মনে করেন, বাংলাদেশের মতো করে ছবিটি উপস্থাপন করা হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।
ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন বাপ্পি ও আঁচল। আর এই ছবির পরিচালকদ্বয় ছিলেন শাহীন-সুমন। ডিজিটাল ফরম্যাটের এই চলচ্চিত্র ছিল ব্যবসাসফল। আর প্রথম ছবিতেই এমন বাজিমাত করার পর উঠতি নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান আঁচল। দর্শকের কাছে বাপ্পি-আঁচলের জুটিও হয়ে ওঠে জনপ্রিয়।
‘জটিল প্রেম’ ছবিতে বাপ্পি ও আঁচলের জুটি সম্পর্কে পরিচালক সুমন বলেন, “বাপ্পি-আঁচলের ‘জটিল প্রেম’ ছবিটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছিল। আর সেই সফলতার কারণেই তাঁদের নিয়ে ‘আজব প্রেম’ বানিয়েছি। আশা করছি, এটিও দর্শক গ্রহণ করবে।’
এদিকে ‘আজব প্রেম’ ছবির নায়ক বাপ্পি বলেন, ‘সহশিল্পী হিসেবে আঁচল সব সময়ই ভালো। তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো, দর্শকও বেশ ভালোভাবেই নিচ্ছে আমাদের এই জুটি। ছবির গল্পটা দারুণ, অভিনয়টা অনেক এনজয় করেছি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবে।’
ছবিটি প্রসঙ্গে নায়িকা আঁচল বলেন, “শাহীন-সুমন পরিচালিত ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমেই আমি আর বাপ্পি প্রথম জুটিবদ্ধ হই। এরপর সুমন ভাই আমাদের নিয়ে ‘আজব প্রেম’ সিনেমার কাজ শুরু করেন। সিনেমাটি কমেডি ধাঁচের। পাশাপাশি রোমান্টিকতাও রয়েছে, যা দর্শকের ভালো লাগবে।’