সালমান খানের গাওয়া নতুন গানটি শুনেছেন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/16/photo-1552738693.jpg)
শুধু অভিনয়ই নয়, কণ্ঠেও জাদু আছে সুপারস্টার সালমান খানের। এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন বলিউড ভাইজান। আর কে না জানে, সালমানের নতুন কিছু মানেই লাখো ভক্তের উচ্ছ্বাস।
নিতিন কক্কর পরিচালিত আসন্ন ‘নোটবুক’ ছবির একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন সালমান খান। এ ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দুই তরুণ অভিনেতা জহির ইকবাল ও প্রানুতন বেহলের। সিনেমাটি প্রযোজনা করছে ভাইজানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস।
এস কে এফ ফিল্মসের অফিশিয়াল টুইটার পেজ থেকে গানটির প্রোমো শেয়ার করা হয়েছে। টুইট-বার্তায় লেখা হয়েছে, ‘এই গানটি আরো রোমান্টিক! শুনুন নোটবুকের চতুর্থ গানটি। দুদিনের মধ্যেই আসছে ম্যায় তারে পুরো গানটি।’
টি-সিরিজের ইউটিউব চ্যানেলেও টিজারটি আপলোড করা হয়েছে।
এই গানটিতে কণ্ঠ দেওয়ার কথা ছিল পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের। তবে পুলওয়ামা-কাণ্ডের পর সে সিদ্ধান্ত থেকে সরে আসে নির্মাতারা। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধে সর্বভারতীয় চলচ্চিত্র কর্মীদের সংগঠন এআইসিডব্লিউএ পাকিস্তানের সব শিল্পীকে ভারতে নিষিদ্ধ করে। তাই আতিফের স্থলাভিষিক্ত হন সালমান নিজেই।
ভারতের সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন বলছে, সেই শুরু থেকেই একটি সফট রোমান্টিক গানে শিল্পী হিসেবে সালমান খানের কথা ভাবা হচ্ছিল। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘অনেক শিল্পীই বিবেচনায় ছিলেন, কিন্তু এই গানটির প্রতি তাঁরা সুবিচার করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন নির্মাতারা।’
প্রতিবেদনটি আরো জানাচ্ছে, শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও পরে গাওয়ার সম্মতি দেন সালমান খান। এর আগে এ তারকা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ (হিরো), ‘জাগ ঘুমেয়া’ (সুলতান), ‘হ্যাংওভার’সহ বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন।
‘নোটবুক’-এর মাধ্যমে বলিউডে পা রাখছেন অভিনেতা মনীশ বেহলের কন্যা প্রানুতন বেহল। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত জহির ইকবাল। ছবিটি কাশ্মীরের দুই তরুণ-তরুণীর প্রেমগাথা চিত্রায়িত হবে। আগামী ২৯ মার্চ পর্দায় উঠবে ছবিটি। সূত্র : পিংকভিলা, ডিএনএ