ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ডে বলিউডজুড়ে নিন্দা ও শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/17/photo-1552807693.jpg)
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে বর্বর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোর প্রতিবাদ উঠেছে পুরো বিশ্বে। ঘটনার নিন্দা এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকারা। নিন্দা ও শোক জানিয়েছেন বলিউড তারকারাও।
ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, সোনাম কাপুর আহুজা, জ্যাকলিন ফার্নান্দেজসহ অনেকেই।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫০ মুসল্লি নিহত হন। আহত ৩৬ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ক্রাইস্টচার্চ-কাণ্ডের পর মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কঠিন সময়ে বাস করছি আমরা... বেদনা আর আতঙ্কের ভেতর দিয়ে। প্রার্থনা।’
বর্ষীয়ান অভিনেতা অনুপম খের টুইট-বার্তায় বলেছেন, ‘নিউজিল্যান্ডের মসজিদে নিষ্পাপ মানুষদের কাণ্ডজ্ঞানহীন ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত, ভারাক্রান্ত ও ভীত।’ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
ক্রাইস্টচার্চ-কাণ্ডের পর ‘কলঙ্ক’ অভিনেতা বরুণ ধাওয়া জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে তাঁর হৃদয় ভেঙে গেছে।
‘ক্রাইস্টচার্চের হামলা সত্যিই হৃদয়বিদারক। নিরীহ মানুষেরাই সহজ লক্ষ্য হচ্ছেন, কারণ তাঁরা চান শান্তি ও ভালোবাসা। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা,’ টুইট-বার্তায় লিখেছেন বরুণ।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর আহুজা বলেছেন, ‘নিউজিল্যান্ডের ঘটনায় আমি মর্মাহত। মুসলিম সম্প্রদায়ের কাছেও দুঃখিত, যাঁরা ধর্মান্ধতা ও ঘৃণার শিকার হয়েছেন। আমি খুবই মর্মাহত।’
ক্রাইস্টচার্চ-কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। বলেছেন, ‘এ খবর ভয়াবহ।’
এ ছাড়া প্রীতি জিনতা, আদনান সামি, রণবিজয় সিংহ, রিচা চাড্ডা, বিশাল দাদলানিসহ অনেক তারকা ওই হামলার নিন্দা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র : ইন্ডিয়া টিভি