গরিবের ঘরে কেন ঢুকলেন আমির-কারিনা?

বলিউড সুপারস্টার আমির খান ও কারিনা কাপুর খান প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায়। রাজকুমার হিরানি পরিচালিত ওই ছবি মুক্তি পায় ২০০৯ সালে। তাঁদের জুটি বলিমহলে বেশ সাড়া ফেলেছিল। সিনেপ্রেমীরা চেয়েছিলেন, আবার জুটি বাঁধুন তাঁরা। ২০১২ সালে ফের একসঙ্গে কাজ করেন ‘তালাশ’ ছবিতে। সেই রসায়নও প্রশংসা পায়। পাঁচ বছরের বেশি হয়ে গেল, বড়পর্দায় এই জুটির দেখা আর মেলেনি!
মজার ব্যাপার হলো, ভক্তরা সিদ্ধান্ত নিয়েছেন এই জুটির পুরোনো স্মৃতিকে ফের জাগিয়ে তুলবেন। করলেনও তাই। একটি পুরোনো ভিডিও অন্তর্জালে শেয়ার দিয়েছেন তাঁরা, যেটি এখন নেটিজেনদের হাত ঘুরছে। তাতে এক দরিদ্র কৃষকের বাড়িতে যেতে দেখা যাচ্ছে তাঁদের। সেখানে বসেন এ দুই তারকা। খাওয়াদাওয়াও করেন।
ভিডিওটি ‘থ্রি ইডিয়টস’ সিনেমার প্রচারণার সময়কার। আমির ও কারিনা ছবির প্রচারণার জন্য গিয়েছিলেন মধ্যপ্রদেশের চান্দেরি জেলায়। এক কৃষকের ঘরে দুপুরের ভাত খাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। হ্যাঁ, আমির ও বেবো মেঝেতে বসে লাঞ্চ সারেন।
ভিডিওটিতে ওই কৃষকের সঙ্গে আমির ও বেবোকে কথা বলতে শোনা যায়। দুই তারকা বলেন, কী অসাধারণ খাবার!
আমির খান যে সমষ্টির মানুষ, তা ভিডিওটি দেখলেই বোঝা যায়!
মিস্টার পারফেকশনিস্টকে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে, যেটি টম হ্যাংকস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় সংস্করণ। সম্প্রতি এ ছবির ঘোষণা দেন আমির।
অন্যদিকে, কারিনা কাপুর খান এখন তাঁর আগামী ছবি ‘গুড নিউজ’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এতে তিনি জুটি বেঁধেছেন অক্ষয় কুমারের সঙ্গে। এ ছবি দিয়ে পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হচ্ছে রাজ মেহতার। আগামী ৬ সেম্পেম্বর মুক্তি পাবে এ ছবি। সূত্র : ডিএনএ