নিকের সাবেক প্রেমিকার ওপর নাখোশ প্রিয়াঙ্কা?
বর্তমানের ওপর পূর্ণ মনোযোগ রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে চলার কথা বলেন অনেকেই। তাই বলে কি অতীতকে মুছে ফেলা যায়? যায় না বলেই মাঝেমাঝে উঁকি দিয়ে যায় নানা স্মৃতি। সেসব নিয়ে নানান কথাও ভাসে। আর তারকাদের কথা তো বলাই বাহুল্য। স্মৃতি উসকে দেন টিভি উপস্থাপক, কখনো গণমাধ্যমকর্মী, আবার কখনো ভক্তরাও।
সম্প্রতি বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হয়েছিলেন অ্যান্ডি কোহেনের জনপ্রিয় মার্কিন টক শো ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস : লাইভ’-এ। সেখানে নিজের পেশা, বিয়ে, পরিবার, বন্ধুবান্ধব—নানা বিষয় নিয়ে মনখোলা কথা বলেন পিসি।
মজার ব্যাপার হলো, ওই শোতে এক ভক্ত ‘কোয়ান্টিকো’ অভিনেত্রীকে জিজ্ঞেস করে বসেন, তিনি কি ‘ইজ নট ইট রোমান্টিক’ সহ-অভিনেতা লিয়াম হেমসওর্থ ও তাঁর স্ত্রী মাইলি সাইরাসের সঙ্গে ডাবল ডেটে যেতে আগ্রহী? ওই ভক্ত আরো জানতে চান, মাইলির সঙ্গে তাঁর সমীকরণ এখন কেমন?
এ কথা নিশ্চয়ই সবার জানা, জনপ্রিয় মার্কিন গায়ক-গীতিকার মাইলি সাইরাসের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। স্বামীর সাবেক প্রেমিকার সঙ্গে এখন কেমন সম্পর্ক পিসির, সে আগ্রহ তো ভক্তদের থাকবেই।
আর এটাও সবার জানা, স্বভাবে শান্ত ও বুদ্ধিমতী প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তের এমন প্রশ্নের উত্তরেও তেমনটাই রইলেন তিনি। বললেন, ‘আমরা এ নিয়ে কথাও বলেছি। একসঙ্গে ডাবল ডেট, বেশ মজাই হবে।’
নিকের সাবেক প্রেমিকার প্রশংসা করে প্রিয়াঙ্কা আরো বলেন, ‘কয়েকবার মাইলির সঙ্গে দেখা হয়েছে। সে সত্যিই অসাধারণ। যখন আমরা ছবির প্রচারণা চালাচ্ছিলাম, লিয়ামকে সে খুব সাপোর্ট দিয়েছিল। আমি মাইলির ভক্ত, ওর মিউজিক অপূর্ব। কেউ সেটা এড়াতে পারবে না।’
এখানেই থামেননি ভারতের ‘দেশি কন্যা’ খ্যাত প্রিয়াঙ্কা। বলেছেন, ‘একদিন ডাবল ডেট হয়ে যেতে পারে। আশা করি, একদিন সেটা হবে। আমি লিয়ামকে ভালোবাসি, সে অসাধারণ মানুষ। তো, আমি নিশ্চিত, একসঙ্গে বেরোলে একটা ফান গ্রুপ হবে।’
স্বামীর সাবেক প্রেমিকার সঙ্গে কী মধুর সম্পর্ক, তাই না?
যা হোক, প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে আরো রয়েছেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। তিন বছর পর এ ছবি দিয়ে বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা। সূত্র : বলিউড বাবল