সেরা নবাগতের পুরস্কার সারা ও ঈশানের ঝুলিতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/24/photo-1553446845.jpg)
দুজনেরই শুরুটা বেশ দারুণ, দাপুটেও বটে। নিজেদের নামের প্রতি সুবিচারে এর চেয়ে ভালো প্রমাণ আর কী হতে পারে! এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগতের পুরস্কার যেন তাঁদের প্রাপ্যই ছিল, হয়েছেও তাই। সেরা নবাগতের পুরস্কার বগলদাবা করলেন ‘সিম্বা’ অভিনেত্রী সারা আলি খান ও ‘ধড়ক’ অভিনেতা ঈশান খট্টর।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। চলচ্চিত্রপ্রেমী-বোদ্ধা কিংবা সমালোচকেরা সারাবছর অধীর আগ্রহে অপেক্ষা করেন এ আয়োজনের জন্য। বিজয়ীদের তালিকাকে দেখা হয় বলিউডভক্তদের জন্য উপহারস্বরূপ।
এবারের আসর শুরু হওয়ার বেশ আগে থেকেই সারা আলি খান ও ঈশান খট্টর বেশ আলোচনায় ছিলেন। ভারতের পাতৌদির নবাব পরিবারের সন্তান হওয়ায় সারা আলি খানের ওপর স্পটলাইট বরাবরই ছিল। বলিউডে অভিষেকের আগেই ব্যাপক জনপ্রিয় সাইফ আলি খানের আদুরে কন্যা সারা। প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার শিরোনামে এলেন ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার জিতে। ‘কেদারনাথ’ চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় বিচারকদের বিকল্প ভাবার সুযোগ দেয়নি। এই চলচ্চিত্রই তাঁকে এনে দিয়েছে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার।
অন্যদিকে ঈশান খট্টরের সূচনাকে উড়ন্ত বা দুরন্ত—যে বিশেষণেই বিশেষায়িত করা হোক, তা কম হবে। ক্যারিয়ারের শুরুতেই মাজিদ মাজিদির মতো গুণী পরিচালকের সংস্পর্শে আসার সৌভাগ্য কজনেরই বা হয়! ঈশান সেই সুযোগ পেয়েছেন এবং নিজেকে নিংড়ে দিয়েছেন। শহিদ কাপুরের অনুজ এ অভিনেতা যে দীর্ঘদিন রাজত্ব করতেই বলিউডে এসেছেন, তা হলফ করেই বলছেন চলচ্চিত্রবোদ্ধারা। ‘বিয়ন্ড দ্য ক্লাউড’ চলচ্চিত্রের জন্য ঈশান পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার।
পুরস্কারপ্রাপ্তির আনন্দঘন কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ভোলেননি সারা আলি খান। ধন্যবাদ জানিয়েছেন ফিল্মফেয়ার পরিবারের সকলকে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘কেদারনাথ’ দলের সবার প্রতি। সূত্র : পিংকভিলা