স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন শিল্পীরা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে দেশবাসী। বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতার দুই লাইন লিখে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লিখেন, ‘স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।’
অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জানাই জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা।‘
রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘স্বাধীনতার শুভেচ্ছা।‘ রুনা খান লিখেছেন, ‘আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।‘
মাকসুদা আখতার প্রিয়তী লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।‘ আরজে নিরব বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ।’
অন্যদিকে, অভিনেত্রী শানারেই দেবী শানু কবিতা লিখেছেন। শানু লিখেন,‘আমি একটি শ্যামল গ্রামে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি একটি খরস্রোতা নদীর কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি একটি সাদাকালো দোয়েলের কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি।
আমি একটি সাদা শাপলার কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি কালবোশেখী ঝড়ের কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি জৈষ্ঠ্যে পাকা আম কাঁঠালের কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি।
আমি শ্রাবণমাখা মেঠো কাদার কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি ফাগুন রাঙা পলাশ, শিমুলের কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি স্লোগানমুখর টিএসসি চত্বরে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি।
আমি শহীদ মিনারের বর্নমালার কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি লাখো প্রাণের রক্তে রাঙা সূর্য তোমার কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি দিগন্ত ছোঁয়া সবুজ মাঠের কাছে এসেছি, বাংলা তোমার কাছে এসেছি। আমি হৃদয়ের সবুজ জমিনে ভালোবাসার লাল সূর্য এঁকেছি, স্বাধীনতা তোমায় পেয়েছি।‘