ফেসবুকে শোক, জানাজায় নেই নতুন প্রজন্মের তারকারা

Looks like you've blocked notifications!
শিল্পী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবাগত নায়ক সনি রহমান ও নৃত্য পরিচালক জাকির হোসেন। পাশে মাইক হাতে জায়েদ খান। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা টেলিসামাদের তৃতীয় জানাজা সম্পন্ন হয় এফডিসিতে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায়নি বর্তমান প্রজন্মের কোনো তারকাকে। এমন কি শিল্পী সমিতি থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মতো শিল্পীও ছিলেন না। তবে দায়িত্ব পালনের জন্য শুধু ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘টেলিসামাদ ভাইয়ের মতো একজন সিনিয়র ও গুণী শিল্পী চলে গেলেন। সারাদেশের মানুষ শোক জানাচ্ছে। সিনিয়র শিল্পী, মন্ত্রী, এমপিরা এফডিসিতে এসে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, অথচ নতুন প্রজন্মের কোনো শিল্পীকে দেখতে পেলাম না, এটা লজ্জাজনক। অথচ গতকাল টেলি ভাই মারা যাওয়ার পর ফেসবুকে নিজের সাথে ছবি দিয়ে শোক জানাচ্ছে। লোক দেখানো এসব প্রচারণাকে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে ধিক্কার জানাই।’ 

খোরশেদ আলম আরো বলেন, ‘যে দেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সেদেশে গুণীরা জন্ম নেয় না। আমাদের এফডিসিতেও অনেক দিন ধরে গুণী শিল্পীদের জন্ম নিতে দেখা যাচ্ছে না। কারণ তারা কেউ গুণী শিল্পীদের মূল্য দিচ্ছে না। চলচ্চিত্রে যারা আমাদের সিনিয়র, তারা আমাদের অনুপ্রেরণা। তাঁদের কাজ দেখে, ভালোবেসে চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছি। তাঁদের কেউ অসুস্থ হলে বাড়িতে চলে যাই। মারা গেলে হাসপাতালে চলে যাই। এটা নিজের থেকে। কাউকে খুশি করার জন্য নয়।’

টেলিসামাদের মরদেহে শিল্পী সমিতির পক্ষ থেকে ফুল দেওয়ার জন্য ছিলেন হাতেগোনা কয়েকজন। পরিচিত শিল্পীদের তেমন কেউই ছিলেন না এসময়। নবাগত নায়ক সনি রহমান ও নৃত্য পরিচালক জাকির হোসেন ফুলে নিয়ে এগিয়ে আসেন।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘গতকাল টেলিসামাদ ভাই মারা যাওয়ার পর আমি একজন শিল্পী হিসেবে সচেতন ছিলাম। হাসপাতালে গিয়েছি, পরিবারের সাথে কথা বলে পাশে দাঁড়িয়েছি। এফডিসিতে জানাজা পড়ার জন্য অনুমতি নিয়েছি। সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে জানাজার সময় জানিয়ে ফোন করেছি, এসএমএস করেছি। এখন যদি কেউ না আসে, আমি কী করব?’

টেলিসামাদের লাশবাহী গাড়ি আজ সকাল পৌনে ১০টার দিকে এফডিসিতে আসে। গতকাল শনিবার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে গুণী এই অভিনেতার জীবনাবসান হয়।

১৯৬৬ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তাঁর। সাড়ে চার দশক ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ২০১৫ সালে টেলিসামাদের সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রি’ মুক্তি পায়।