এফডিসিতে সপরিবারে সহকারী পরিচালকদের বৈশাখী আনন্দ

পয়লা বৈশাখে সারা দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে বরণ করেন নতুন বাংলা বছরকে। প্রতিবছর এফডিসিতেও একই চেতনা নিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ।
আজ নববর্ষের প্রথম দিন নিজের পরিবার নিয়ে এফডিসিতে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের সহকারী পরিচালকরা। পরিচালকরা নিজের ছেলেমেয়েকে দেখাচ্ছেন প্রিয় কর্মস্থল। শিশু ও নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে খেলার আয়োজন। বিকেলে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান।
এফিডিসির বৈশাখী এই আয়োজন নিয়ে বাংলাদেশ সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এস এ ফারুক বলেন, ‘সারা দেশের সব মানুষের এফডিসির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। অনেকেই এখানে শুটিং দেখতে বেড়াতে আসেন। অথচ আমরা যাঁরা চলচ্চিত্রে কাজ করি, তাঁদের বেশির ভাগ পরিবারের সদস্য এফডিসি দেখেননি। এ জন্য আমরা এ বছর পয়লা বৈশাখে এফডিসিতে সপরিবারে সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করেছি। সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা পয়লা বৈশাখ পালন করছি। পরিচালকরা নিজের পরিবারকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এফডিসি চত্বর।’
খাবারের আয়োজন নিয়ে ফারুক আরো বলেন, ‘আমরা সকালে পান্তা-ইলিশ খেয়ে দিনটি শুরু করেছি। দুপুরে খাবারে আমরা মাংসের পাশাপাশি নানা পদের ভর্তার ব্যবস্থা করেছি।’
প্রতিবছর পয়লা বৈশাখে এ ধরনের আয়োজন করার ইচ্ছে রয়েছে বলে জানান এস এ ফারুক।