পয়লা বৈশাখে এফডিসিতে নানা আয়োজন
পয়লা বৈশাখ উপলক্ষে নানা রঙে সাজানো হয়েছে এফডিসি। চলছে দিনব্যাপী নানা আয়োজন। আনন্দঘন একটি পরিবেশের মধ্য দিয়ে আজ বর্ষবরণ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
বদিউল আলম খোকন আরো বলেন, ‘অধিকাংশ পরিচালক সপরিবারে এফডিসিতে এসেছেন আজ। আমাদের শিল্পী ও পরিচালকদের মিলনমেলায় পরিণত হয়েছে এফডিসি। গান, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই উপভোগ করছে দিনটি।’
অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের শিল্পীরা সবাই এফডিসিতে এসে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বাউল গানের আসর বসেছে এফডিসিতে। তবে এই আয়োজনগুলো শুধুই আমাদের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের জন্য। বাইরের কোনো মানুষ এখানে আসতে পারবে না।’
জায়েদ খান আরো বলেন, ‘কিছুদিন আগে নুসরাত মারা গিয়েছে। আমরা শিল্পীরা দিনটিতে যেমন আনন্দ করছি, পাশাপাশি শোক পালন করছি। সব শিল্পী রঙিন পোশাকের পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেছি। এই আনন্দের দিনেও আমরা শোক পালন করছি। যতদিন না নুসরাতের বিচারের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাবে, ততদিন আমরা এই কালো ব্যাজ ধারণ করব। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, বিচার করবেন। আমরা জানি, তিনি যা বলেন তাই করেন। আমরা চাই এমন অন্যায়ের সঠিক বিচার হোক।’