ফের হলিউড সিনেমায় ঐশ্বরিয়া রাই?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/04/16/photo-1555424455.jpg)
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় ওঠে ঐশ্বরিয়া রাই বচ্চনের। ২০০৯ সালে পান পদ্মশ্রী পুরস্কার। গেল বছর পেয়েছেন মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এ নায়িকা। লাখো মানুষের হৃদয়ে এখনো হার্টথ্রুব এক সন্তানের মা ঐশ্বরিয়া। তাঁর জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের বহু আগে হলিউডে প্রবেশ করেন ঐশ্বরিয়া। এখনো পশ্চিমা দুনিয়ায় সবচেয়ে বেশি পরিচিত মুখ তিনি।
‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মিসট্রেস অব স্পিসেস’, ‘প্রভোকড’, ‘দ্য লাস্ট লিজিয়ন’ ও ‘দ্য পিংক প্যানথার টু’র মতো জনপ্রিয় হলিউড সিনেমায় অভিনয় করেছেন এই বলিউড বিউটি। এবার বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলা প্রতিবেদনে জানাল, একটি নতুন হলিউড ছবির প্রস্তাব পেয়েছেন ঐশ্বরিয়া আর সেটি তিনি বিবেচনায় রেখেছেন।
একটি সূত্র ওই প্রকাশনাকে জানিয়েছে, ‘এই হলিউড প্রকল্পে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ঐশ্বরিয়া। কাগজপত্র গোছানোর কাজ চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আশা করা যায়, চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
এ ছাড়া শোনা যাচ্ছে, মনি রত্নমের একটি সিনেমায় শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করবেন ঐশ্বরিয়া। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গোলাব জামুন’ ছবিতে জুটি বাঁধবেন। কিন্তু পরে কোনো অজানা কারণে সেই প্রকল্প ছেড়ে দেন এ যুগল। সূত্র : ডিএনএ