দেশে ফিরেছেন নায়ক ফেরদৌস

Looks like you've blocked notifications!

ভারত থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। গতকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-০৯৬ ফ্লাইটে স্থানীয় সময় রাত ৯টায় ফেরদৌস ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় অবতরণ করেন রাত ১০টায়।

এর আগে দেশটিতে আচরণবিধি ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয় তাঁর। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন এই নায়ক। বিষয়টি নিয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

ভারতের রায়গঞ্জের প্রার্থী কানাইয়ালালের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। তবে এটিকে ভালোভাবে নেয়নি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।

ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে প্রচারণা চালাচ্ছে—সেটা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দেশটির নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ করেছে বিজেপি। একই সঙ্গে ভিসা আইনের শর্ত লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বাংলাদেশি এই চিত্রনায়ককে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার না হলেও ভারত সরকারের কালো তালিকায় নাম উঠিয়ে দেশে ফেরেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস।