চার দিনে আয় ৫৬ কোটি

ভালো সংগ্রহের পথে এগিয়ে চলেছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড ছবি ‘কলঙ্ক’। মুক্তির চতুর্থ দিন শনিবার আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত এ ছবি আনুমানিক আয় করেছে ১২ থেকে ১৪ কোটি রুপি।
বিনোদন সংবাদমাধ্যম ফিল্মবিটের প্রতিবেদন জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে দেশীয় বক্স অফিসে এই ছবির আয় ১২-১৪ কোটি রুপি। মুক্তির দিন বক্স অফিসে নাড়া দিয়েছিল ‘কলঙ্ক’। চলতি বছরে মুক্তি পাওয়া বলিউড ছবির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা হয় এটি। কিন্তু দ্বিতীয় দিনেই পতন হয়। নেমে আসে প্রায় অর্ধেকে। তবে শুক্রবার বাড়ে আয়। এ দিন আয় করে ১১.৫ কোটি রুপি। আর শনিবার আনুমানিক আয় ১২ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে সংগ্রহ দাঁড়াল ৫৬ কোটি রুপি। বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, ভারতের বক্স অফিসে ‘কলঙ্ক’ ১৫০ কোটি রুপি আয় করবে।
মুক্তির দিনে ‘কলঙ্ক’ আয় করে ২১.৬ কোটি রুপি, ২০১৯ সালে মুক্তির দিনে এটিই কোনো সিনেমার সর্বোচ্চ সংগ্রহ। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি’ প্রথম দিন আয় করেছিল ২১ কোটি রুপি। আর আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘গাল্লি বয়’ মুক্তির দিনে ভারতের বক্স অফিসে আয় করে ১৯.৪১ কোটি রুপি। তবে চিত্রসমালোচকরা এই সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।
গত ১৭ এপ্রিল মুক্তি পায় অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’। এর প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রায় কাপুর ও কুনাল খেমু।
ব্লকবাস্টার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া ‘ও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র পর আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান জুটির চতুর্থ সিনেমা ‘কলঙ্ক’। এর মধ্য দিয়ে দুই দশক পর নব্বইয়ের অন্যতম সেরা জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে পর্দা ভাগাভাগি করতে দেখল দর্শক।
করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ১৯৪০ সালের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে নির্মিত। পরিবার, আবেগ আর প্রেমের নানা গল্পই বর্ণিত হয়েছে এ ছবিতে। সূত্র : হিন্দুস্তান টাইমস