শ্রীলঙ্কায় বোমা হামলায় বলিউডজুড়ে নিন্দা ও শোক
শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন চার শতাধিক। এ ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শ্রীলঙ্কার নাগরিক, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। লিখেছেন, ওই হামলার খবরে বিমর্ষ তিনি। এসব অবশ্যই থামাতে হবে।
Extremely sad at the news of bombings in Sri Lanka. It’s unfortunate that one is not able to see that violence is like a chain reaction. This has to stop !
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) April 21, 2019
পরিচালক মধুর ভান্ডারকার ওই হামলাকে ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেছেন। সাধারণ নাগরিকের ওপর হামলায় ক্ষুব্ধ তিনি।
It's a extremely shameful act of terrorism to attack innocent civilians. My heartfelt condolences to the one who lost their lives and praying for the safety of everyone affected in #SriLanka. Stay Strong!
— Madhur Bhandarkar (@imbhandarkar) April 21, 2019
অভিনেতা বিবেক ওবেরয় এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Deeply saddened and shocked by the tragic and terrible attacks in #SriLanka. An act of cowardice on a day of prayer, shame on these terrorists. My sincere prayers with the victims and their families. We are all with you #SriLanka. Please stay safe
— Vivek Anand Oberoi (@vivekoberoi) April 21, 2019
এ ছাড়া বলিউড অভিনেত্রী হুমা কোরেশি, ‘রং দে বাসন্তি’ খ্যাত সিদ্ধার্থ, কুমাল কোহলিসহ অনেকেই ওই হামলার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ইস্টার সানডের প্রার্থনার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির মাত্র ছয় শতাংশ ক্যাথলিক খ্রিস্টান। ইস্টার সানডের প্রার্থনার জন্য অনেক খ্রিস্টান চার্জগুলোতে জড়ো হয়েছিলেন। সেই মুহূর্তটিই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ইন্ডিয়া টুডে