মে দিবসে ফকির আলমগীরের নতুন গান
মহান শ্রমিক দিবসকে উপলক্ষ করে আগামী পয়লা মে তারিখে ফকির আলমগীরের নতুন গান প্রকাশ হতে যাচ্ছে। অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কথাই বলা হবে সেই গানে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বরেণ্য এই গায়ক বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।
তার এই গানের নাম ‘ভালোবাসা তুমি’। গানের কথাগুলো এমন ‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা / ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা/ ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন/ ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন।’ এমন কথায় গানটি লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ। এর সুরারোপে মুরাদ নূর ও সংগীতায়োজনে আছেন অভিজিৎ জিতু।
অনেকদিন পর নতুন মৌলিক গান প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি আমি অনেক আবেগ নিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাব।’
এই গান নিয়ে গীতিকার লিমন আহমেদ বলেন, ‘আমাদের এই গান বিশ্বের সব শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদন। খানিকটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক হিসেবে মূল্যায়ণ করে একে অপরের অধিকার ও প্রাপ্য সম্মানের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ চমৎকার এই গানের আয়োজন করার জন্য। আর আমাদের গর্ব ফকির আলমগীর। তার কণ্ঠের জন্য এ গান লিখতে পেরে আমি আনন্দিত।’
গানটি নিয়ে মুরাদ নূর বলেন, ‘সবসময় মানুষের কল্যাণে বিশেষ কাজ আমাকে আনন্দ দেয়। আর বাংলার গণসংগীত মানেই ফকির আলমগীর। অনেকদিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশনের মাহবুব ভাইকে। সৃষ্টির অতৃপ্তি থেকেই তাঁদের অনেক জ্বালাতন করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’
গানটির আয়োজক মুরাদ নূর জানান মে মাসের প্রথমদিন ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।