মনোজ পিয়ার ‘কাটুস কুটুস’
মনোরম পরিবেশ। চারপাশে শুধু গাছ আর গাছ।পাখির কোলাহল। রয়েছে গোলাপ ফুলের নানা সমাহার। জায়গাটি কি বাগান বা উদ্যান বলে অনুমান করছেন? যদি করে থাকেন তাহলে ঠিক পথেই হাঁটছেন আপনি। জায়গাটি মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান, অবশ্য অনেকেই একে বোটানিক্যাল গার্ডেন হিসেবেই চিনে।
এই জায়গাতেই চলছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’-এর শুটিং। আর কাজটি হচ্ছে শুভাশীষ রায়ের পরিচালনায়। আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, সকাল থেকে মিরপুরের এই উদ্যানে চলছে লাইট ক্যামেরা আর অ্যাকশন!
ছবিটি সম্পর্কে শুভাশীষ রায় বলেন, ‘ছবির গল্প সবার পছন্দ হবে বলে আমার বিশ্বাস। পিয়া ও মনোজ তাঁরা দুজনেই মডেলিং করেন কিন্তু তাঁরা অভিনয়ও ভালো করেন। কাজটি তাঁরা অনেক মনোযোগ দিয়ে করছেন।’
পরিচালক আরো জানান আসছে পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ‘কাটুস কুটুস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন।
ছবিতে কাটুস ও কুটুস চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে মনোজ কুমার ও পিয়া বিপাশা।
ছবিটি নিয়ে পিয়া বিপাশা বলেন, ‘কাজটি করতে অনেক ভালো লাগছে। আমি সাধারণত শাড়ি পরে অভিনয় করি না। এই ছবিতে করছি। আমার গেটআপ পুরোই নতুন। আশা করি দর্শকরাও ছবিটি অনেক উপভোগ করবেন।’
মনোজ কুমার বলেন, ‘ছবির কাজ অনেক ভালো হচ্ছে। এর একটাই কারণ টিমের সবাই অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করছেন। নির্মাণশৈলীও চমৎকার হচ্ছে।’
আরো এক সপ্তাহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে বলে জানা গেছে।