টং দোকানে স্ত্রীকে নিয়ে পুরি ও আখের রস খেলেন আমির
এই কদিন আগেই বিমানের ইকোনমিক ক্লাসে সুপারস্টার আমির খানের চড়ার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার প্রত্যন্ত গ্রামের টং দোকানে ভেলপুরি ও আখের রস খেয়ে অনুরাগীদের হৃদয় হরণ করলেন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও।
নিজের বলিউড প্রকল্পের পাশাপাশি সমাজসেবামূলক কাজে বেরিয়ে পড়েন আমির খান। ভারতের খরা-আক্রান্ত অঞ্চলে কাজ করে আমির ও কিরণের পানি ফাউন্ডেশন। পানি ব্যবস্থাপনা আর খরা রোধে মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে নিরলস কাজ করে যাচ্ছেন এ তারকাযুগল। তাঁদের অলাভজনক প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে প্রায়ই সামাজিক মাধ্যমে জানান আমির খান। সচেতনতা সৃষ্টির জন্যই যেন নিজের অ্যাকাউন্টটি ব্যবহার করেন এ তারকা।
পানি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কিরণ রাও। আজ বুধবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার দিয়েছেন আমির খান। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে টং দোকানে বসে ভেলপুরি ও আখের রস উপভোগ করছেন আমির। মহারাষ্ট্রের ঝাবারার্জুন গ্রামের স্থানীয় একটি দোকানে বসেছিলেন তাঁরা।
দোকান কর্মচারীদের সঙ্গে আমির-কিরণ। ছবি : ইনস্টাগ্রাম
পত্রিকার কাগজের ওপর ভেলপুরি রাখা। আমির ও কিরণের হাতে আখের রস ভরা গ্লাস। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে ওই দোকানে একটু আরাম করেন তাঁরা। আরেকটি ছবিতে দেখা যায়, ওই দোকানের কর্মচারীদের সঙ্গে পোজ দিয়েছেন আমির-কিরণ। মজার ব্যাপার হলো, ওই ছবিগুলো ভিভো এক্স২১ সেলফি ফোনে তোলা, যার শুভেচ্ছাদূত আমির খান।
মাধুরী দীক্ষিতসহ অনেক বলিউড তারকাই মহারাষ্ট্রের খরা-আক্রান্ত অঞ্চলের সাহায্যার্থে পানি ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে এসেছেন। মারাঠি অভিনেত্রী অম্রুতা খানভিলকর, যাঁকে সর্বশেষ ‘রাজি’ সিনেমায় দেখা গিয়েছিল, তিনিও এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।
সম্প্রতি আমির খানকে বিমানের ইকোনমিক ক্লাসে চড়তে দেখা যায়। সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে মহাতারকার ঘনিষ্ঠতা এই অভিনেতাকে আরো আপন করে তুলেছে।
আমির খানকে আগামীতে ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে। ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন এ ছবিটি পরিচালনা করছেন। গেল মাসে নিজের জন্মদিনে এই ঘোষণা দেন আমির নিজেই। সূত্র : ইন্ডিয়া টিভি