অবশেষে প্রেমিকের সঙ্গে অন্তঃসত্ত্বা এমির বাগদান

অবশেষে প্রেমিক জর্জ পেনিইয়টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান উদযাপন করলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয় মুখ, ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসন। গতকাল রোববার লন্ডনে অভিজাত আয়োজনে বাগদান উদযাপন করেন এ যুগল।
গত মার্চে এমি জ্যাকসন ঘোষণা দেন, মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এরপর বেশ কয়েকবার স্ফীত পেট প্রদর্শন করেন। এবার তাঁদের বাগদান উদযাপনের ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হলো। সেসবে স্পষ্ট, মা হতে চলা এমি ও প্রেমিক জর্জ দারুণ সময় কাটাচ্ছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গানের তালে নাচছেন এমি-জর্জ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ক্লিপ শেয়ার করেছেন এমি। একটির ক্যাপশনে লিখেছেন, ‘সে আমায় আংটি পরিয়ে দিয়েছে!’
এ বছরের ১ জানুয়ারি এমি জ্যাকসনকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক জর্জ পেনিইয়ট। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী নারী বানানোর জন্য ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হলো।’ পেশায় ব্যবসায়ী জর্জ।
গত ৩১ মার্চ অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন এমি জ্যাকসন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমি ছাদে উঠে বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃদিবস হিসেবে যথার্থ আমার কাছে। আমি এরই মধ্যে পৃথিবীর আর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছি। সবচেয়ে খাঁটি ও সৎ ভালোবাসা। আমার ছোট্ট লিব্রা, তোমাকে দেখার জন্য আমাদের আর তর সইছে না।’
ওই পোস্টে এমি আরো জানান, এ বছরের মধ্য সেপ্টেম্বর অথবা মধ্য অক্টোবরে সন্তানের আশা করছেন।
শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন এমি ও জর্জ।
২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক হয় এমি জ্যাকসনের। এ ছাড়াও তিনি তেলেগু, হিন্দি ও কন্নড় ভাষার সিনেমায় কাজ করেছেন। তাঁকে সর্বশেষ রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ব্লকবাস্টার ‘টু পয়েন্ট জিরো’ সিনেমায় দেখা গিয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস