এসএসসি পাস করল দিঘি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছে অভিনেত্রী দিঘি। ঢাকার স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেয় সে।
দিঘির ফল আশানুরূপ না হলেও খুশি বলে জানান দিঘির বাবা সুব্রত বড়ুয়া। বললেন, ‘আশানুরূপ দিঘির ফল হয়নি। তবুও আমরা খুশি। সামনে ভালো কলেজে দিঘি ভর্তি হওয়ার চেষ্টা করবে।’
বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে দিঘি। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে আলোচিত হয় দিঘি। সেই বিজ্ঞাপনের জনপ্রিয় সংলাপ ছিল, ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কি তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো?’
‘কাবুলিওয়ালা’ দিঘির অভিনীত প্রথম চলচ্চিত্র। কাজী হায়াৎ পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশু শিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সে। দিঘি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’ ও ‘অবুঝ শিশু’ ইত্যাদি।