পরীর কোলে কার বাচ্চা?

চিত্রনায়িকা পরী মণির নতুন নতুন ছবি ফেসবুকে দেখতে পান তাঁর ভক্ত ও অনুসারীরা। আজ সোমবার বিকেল চারটায় ফেসবুকে একটি শিশুকে কোলে নিয়ে বেশকিছু ছবি শেয়ার করে ‘স্বপ্নজাল’ ছবির এই নায়িকা লিখেন, ‘পরীর বাচ্চা তুই আমার’।
পরীর সঙ্গে শিশুটির ছবি দেখে অন্তর্জালে এরইমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। ছবিটি দেখে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হ পরীর বাচ্চা’। রোখসানা জাহান রুনি লিখেছেন, ‘দু্ইটা পরী।’
আসলে শিশুটা কার? এমন প্রশ্নের উত্তরে এনটিভি অনলাইনকে হেসে পরী বলেন, ‘নিশ্চয়ই এটা আমার বাচ্চা না। আমার কাজিনের বেবি।’
শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র শুরু করেন পরী মণি। কোনো ছবি মুক্তি পাওয়ার আগে ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে অভিনয়গুণ দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হালের আলোচিত এই অভিনেত্রী।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো, ‘স্বপ্নজাল’, ‘মহুয়া সুন্দরী’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’, ‘সোনা বন্ধু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘অন্তর জ্বালা’, ‘আপন মানুষ’ ইত্যাদি। সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি।