পাকিস্তানের পতাকা ওড়ালেন রাখি, ইন্টারনেট রেগে কাঁই

Looks like you've blocked notifications!
পাকিস্তানের পতাকা হাতে রাখি সায়ন্ত। ছবি : ইনস্টাগ্রাম

বিতর্ক আর রাখি সায়ন্ত যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ‘বিতর্কের রানি’ হিসেবেই সুখ্যাতি তাঁর। রাখির নাম উচ্চারণ হলেই ছোটে বিতর্কের স্ফুলিঙ্গ। এবার পাকিস্তানের পতাকা উড়িয়ে ট্রেন্ড তালিকায় উঠে এলেন রাখি।

তবে রাখি বলছেন, সিনেমার চরিত্রের প্রয়োজনে পাকিস্তানের পতাকা ওড়াতে দেখা গেছে তাঁকে। আর কিছু নয়।

সম্প্রতি বলিউড সিনেমা ‘ধারা ৩৭০’-এর শুটিং করতে মানালি যান রাখি সায়ন্ত। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী, অভিনেতা হিতেন তেজওয়ানি। এই ছবির বিশেষ গানে নেচেছেন অভিনেত্রী রাখি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সিনেমার একাধিক বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ছবি শেয়ার করেছেন রাখি সায়ন্ত। একটি ছবিতে তাঁকে পাকিস্তানের জাতীয় পতাকা হাতে দেখা যাচ্ছে। ভিডিয়োও শেয়ার দেন এই অভিনেত্রী। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তিরস্কার, বিদ্রুপ।

রাখি সায়ন্তকে পালকশোভিত স্কার্ট, থাই-হাই স্লিট ও লো-কাট ব্লাউজে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভারতকে আমি ভালোবাসি, কিন্তু এটা আমার সিনেমার চরিত্র।’

 হিতেন তেজওয়ানির সঙ্গে রাখি সায়ন্ত। ছবি : ইনস্টাগ্রাম

পরে রাখি জানান, এই সিনেমার নাম ‘ধারা ৩৭০’। কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে এ ছবি। ছবিতে তিনি পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করছেন।

তবে অন্তর্জাল ব্যবহারকারীরা রাখিকে তুলোধুনো করে মন্তব্য করেছেন। শুধু ভারতীয়রাই নয়, পাকিস্তানিরাও বলেছেন, পতাকা থেকে রাখিকে দূরে থাকতে। এক পাকিস্তানি লিখেছেন, ‘আমাদের পতাকা থেকে দূরে থাকো।’

পাকিস্তানের পতাকা প্রচার করায় হতাশ ভারতীয়রা। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি পাকিস্তানের পতাকা ধারণ করেছেন, আমরা ভারতীয়রা একদম পছন্দ করছি না।’

সাবেক বিগ বস প্রতিযোগী হিতেন তেজওয়ানির সঙ্গে তোলা ছবিও শেয়ার দিয়েছেন রাখি সায়ন্ত।

গত বছর ভারতজুড়ে যখন যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন তুঙ্গে, তখন আলোচনায় এসেছিলেন রাখি সায়ন্ত। সাবেক ভারতসুন্দরী তনুশ্রী দত্ত অভিযোগ করেছিলেন, ১০ বছর আগে একটি ছবির শুটিং চলাকালে তাঁকে যৌন হেনস্তা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। এর পরই ফুঁসে ওঠেন রাখি। নানার পক্ষে সংবাদ সম্মেলন করে তনুশ্রীকে একহাত নিয়েছিলেন। সূত্র : ইন্ডিয়া টিভি