মাকে উৎসর্গ করে গাওয়া আবেগময় ৭ গান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/12/photo-1557666521.jpg)
মায়ের বিকল্প আর কিছুই হতে পারে না। চলে না তুলনা। সম্ভবত, মানবজাতির সবচেয়ে সেরা উপহার মায়েরা। দামি উপহার, চকলেট বা লোভাতুর কোনো কিছু দিয়ে মাকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। মা দিবস উপলক্ষে অনেক রেস্তোরাঁ-ক্যাফে বিশেষ ছাড় দিচ্ছে, কিন্তু কোনো অফার বা ডিসকাউন্টই মায়ের নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গে তুলনীয় হতে পারে না। কিন্তু মাকে উৎসর্গ করে গাওয়া যেতে পারে গান। একটু হলেও ছুঁতে পারেন তাঁর হৃদয়।
আসুন, মা দিবসে শুনে নিই মাকে উৎসর্গ করে গাওয়া সাতটি সুন্দর বলিউডি গান :
১. তু কিতনি আচ্ছি হ্যায়
এই সুন্দর গানটি মার্ক টোয়েনের ‘দি প্রিন্স অ্যান্ড দ্য পপার’ উপন্যাস থেকে আত্তীকৃত। বলিউড সিনেমা ‘রাজা অউর রাঙ্ক’-এ গানটি ব্যবহার হয়েছে। গানটি সত্যিই মানুষকে আবেগাক্রান্ত করে তোলে। গেয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। গানটির কথা লিখেছেন আনন্দ বকশি।
২. মেরি মা
পৃথিবীর সব মাকে উৎসর্গ করে এই গানটি গাওয়া। ‘ইয়ারিয়ান’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। গানটি গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামে সর্বাধিক পরিচিত। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। সুর করেছেন প্রীতম চক্রবর্তী।
৩. মা
মিউজিক মায়েস্ত্রো শংকর মাধবন কণ্ঠ দিয়েছেন এই অসাধারণ গানটিতে। আমির খানের ‘তারে জামিন পার’ সিনেমায় ব্যবহৃত হয়েছে গানটি। মাকে ছেড়ে যাওয়ার পর ঈশানের (দারশিল সাফারি) হৃদয় ভেঙে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে ভিডিওতে। গানটি শুনলে চোখ ভিজে যায়।
৪. অ্যায়সা কিয়্যুঁ মা
মা ও মেয়ের অনবদ্য বন্ধনের বর্ণনা করা হয়েছে এই গানটিতে। ‘নীরজা’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। অভিনয় করেছেন সোনম কাপুর। প্রসূন জোশির কথা ও বিশাল খুরানার সুরে গানটি গেয়েছেন সুনিধি চৌহান।
৫. খুশিকিয়োঁ কা দিন আয়া হ্যায়
১৯৯২ সালে মুক্তি পেয়েছিল পারিবারিক আবেগময় গল্পের সিনেমা ‘বেটা’। লাখো মানুষের হৃদয় জয় করেছিল ছবিটি। অনিল কাপুর, মাধুরী দীক্ষিত ও অরুণা ইরানি অভিনয় করেছিলেন। গানটি গেয়েছেন অনুরাধা পাড়োয়াল। কথা লিখেছেন সমীর অঞ্জন। সুর করেছেন আনন্দ-মিলিন্দ।
৬. চুনার
‘এবিসিডি টু’ সিনেমার গান ‘চুনার’। বরুণ ধাওয়ান খুব ভালো অভিনয় করেছিলেন। মায়ের প্রতি ভক্তি মুগ্ধ করে দর্শককে। ময়ূর পুরির লেখায় সুর দিয়েছেন শচীন-জিগার। গেয়েছেন অরিজিৎ সিং।
৭. লুকা চুপি
দুই সংগীত মায়েস্ত্রো একসঙ্গে হলে কেমন গান হবে, তা যে কেউ অনুমান করতে পারবেন। আর তাঁরা হলেন লতা মঙ্গেশকর ও এ আর রহমান। মাকে উৎসর্গ করে এই গানটি ‘রং দে বাসন্তী’ সিনেমার। লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে গানটি। সূত্র : বলিউড বাবল