ড. মাহফুজুর রহমানকে নিয়ে তৈরি হলো গান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/13/photo-1557726428.jpg)
‘আমাদের অন্তরে লেখা আছে তার নাম ড. মাহফুজুর রহমান, তার চিন্তায় মননে প্রেরণা পাই, খুঁজে পাই জীবনের দাম।’ দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে নিয়ে এমন কথার গান লিখেছেন আমিরুল মোমেনীন মানিক।
গানের শিরোনাম ‘বাতিঘর’। গানটি লেখার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন মানিক। সুরও করেছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন রাজেশ। গানটির ভিডিও তৈরি করার প্রস্তুতি এখন চলছে বলে জানান শিল্পী মানিক। যেখানে মডেল হবেন ড. মাহফুজুর রহমান।
এ বিষয়ে ড. মাহফুজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি মানিক অসম্ভব সুন্দর গান করে। মূলত তার আগ্রহ ও উৎসাহের কারণেই গানের ভিডিওতে আমি পারফর্ম করছি। এই গানে আমার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এটিএন বাংলার কর্মীরা গানটিকে জীবন্ত করে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
অন্যদিকে সংগীতশিল্পী মানিক বলেন, ‘এটিএন বাংলার প্রযোজনায় গানের ভিডিওটি তৈরির প্রস্তুতি চলছে। দেশের বাইরে শুটিং হওয়ার কথা রয়েছে। ভিডিও তৈরি হলেই এটি প্রকাশ করা হবে বিশেষ কোনো দিনে।’
ড. মাহফুজুর রহমানকে নিয়ে গান করার কারণ জানতে চাইলে মানিক বলেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে ড. মাহফুজুর রহমান আমার কাছের মানুষ হয়েছেন। তাঁর প্রতি মুগ্ধ হয়ে গানের কথাগুলো লিখেছিলাম। ড. মাহফুজুর রহমানের সংস্কৃতির প্রতি দরদ রয়েছে। তিনি শখের বশে নিজেই গান করছেন। এটাকে আমি স্যালুট করি। তিনি অনেকের জন্য অনুপ্রেরণা।’
দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন নিউজেরও চেয়ারম্যান তিনি। একসময় তিনি ছিলেন সফল পোশাকশিল্প (গার্মেন্ট) ব্যবসায়ী। একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফিও পেয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত চ্যানেল এটিএন বাংলা পেয়েছে এমি অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার। গান গাইতে ভালোবাসেন তিনি।
২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। ২০১৭-এর ঈদুল ফিতরে প্রচারিত হয় তাঁর গান নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়ারে’। একই বছর তাঁর একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ ব্যাপক আলোচিত হয়। গত বছর তাঁর একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’ এটিএন বাংলায় প্রচারিত হয়।
তবে তাঁর গাওয়া গান নিয়ে যাঁরা সমালোচনা কিংবা আলোচনা করেন, এসব নিয়ে একদমই চিন্তা করেন না মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘বিশেষ একটা শ্রেণি আছে, যারা সব সময় আমার পেছনে লেগে থাকে। আমি ভালো করলেও পেছনে কথা বলে, আবার খারাপ কিছু করলেও করে। আমি ব্যক্তিগতভাবে ফেসবুক পছন্দ করি না। ফেসবুকের ইতিবাচক অনেক ব্যাপার আছে। কিন্তু তরুণ প্রজন্ম এটার অপব্যবহার বেশি করছে।’
মাহফুজুর রহমানের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘কত সুন্দর তুমি’, ‘একা থাকার যন্ত্রণা’, ‘একটা মন দাও’ ইত্যাদি।
গান গাওয়ার পাশাপাশি মাহফুজুর রহমান ‘স্মৃতির আলপনা আঁকি’ শিরোনামে একটি উপন্যাসও প্রকাশ করেছেন। এ ছাড়া ‘ভালোবাসি তোমাকে’, ‘আরো সাবধান’, ‘বিদ্রোহ চরিদিকে’ এই চলচ্চিত্রগুলোর গল্প তাঁর লেখা ছিল।