প্রিয়াঙ্কার ফলোয়ার ৪ কোটি পার
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা রয়েছে বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। দিন দিন তা বাড়ছে। এবার ৩৬ বছরের এই সাবেক বিশ্বসুন্দরীর মুকুটে আরেকটি পালক যোগ হলো। ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা চার কোটি পেরিয়েছে, যা বলিউড অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ।
ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ ‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশে দিয়েছেন একটি আবেগঘন বার্তা। ৪০ মিলিয়ন ফলোয়ার উদযাপনে শেয়ার করেছেন বিশেষ ভিডিও।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ওহ ঈশ্বর! ৪০ মিলিয়ন। এটা দারুণ। যেদিন ইনস্টাগ্রামে যোগ দিয়েছিলাম, সেই দিনটির কথা স্পষ্ট মনে আছে। আমার আনন্দমুখর যাত্রায় তোমরা একের পর এক যোগ দিয়েছ। সত্যিই এটা আমাকে দারুণভাবে চালিত করেছে। তোমাদের সবাইকে ভালোবাসি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি, সব সময় থাকবে।’
ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া ৪০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক টপকে গেলেও তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন ‘বাজিরাও মাস্তানি’ সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তাঁর ফলোয়ার সংখ্যা ৩৫ মিলিয়ন। ‘রাজি’ তারকা আলিয়া ভাটের ফলোয়ার সংখ্যা ৩৩ মিলিয়ন। অন্যদিকে, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের ফলোয়ার সংখ্যা ২৩.৯ মিলিয়ন ও জা ‘গেমস অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের ফলোয়ার ১২.৪ মিলিয়ন।
প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র পর তাঁকে আর বলিউডি সিনেমায় দেখা যায়নি।
প্রিয়াঙ্কাকে আগামীতে ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। সূত্র : হিন্দুস্তান টাইমস