‘ভূত বলে কিছু নেই’

Looks like you've blocked notifications!
নাটকের একটি দৃশ্যে জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত

ভৌতিক গল্পের নাটক পছন্দ করেন অনেকেই। এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এ ধরনের একটি নাটক প্রচারিত হবে। নাটকের নাম  ‘ভূত বলে কিছু নেই’।

রোহিত হাসান কিসলুর রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শুভাশীষ ভৌমিক, সংগীতা প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা জয়ন্দ রাজ বলেন, ‘এখানে রানু চরিত্রে মম ও ফয়সাল  চরিত্রে শ্যামল মাওলা অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

নাটকের একটি দৃশ্যে শ্যামল মাওলা। ছবি : সংগৃহীত

‘ভূত বলে কিছু নেই’-এর গল্পে দেখা যাবে, ‘অফিসের রিসিপশনে বউ সেজে বসে আছে রানু। অনেক কানাঘুষার পর জানা গেল মেয়েটা ফয়সালকে খুঁজছে। ফেসবুকের মাধ্যমে অল্পদিনের পরিচয়ে রানু যে এভাবে হুট করে ঢাকায় চলে আসবে তা ভাবতে পারেনি ফয়সাল। ওদের বিয়েটা হয়ে গেল। শুরু হলো ওদের সংসার। বাসর রাতেই রানুকে ভয় দেখাতে একটা গল্প বলল ফয়সাল। পরের দিন সকাল থেকেই ঘটতে শুরু করল অদ্ভুত, অলৌকিক সব ঘটনা। জানা যায়, এ বাড়ির মালিকের মেয়ে নাকি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। রানুর কাছে সবকিছু কেমন গোলমেলে লাগে। আসলেই কী এ বাড়িতে ভূত আছে?’