থাইল্যান্ডে গানের শুটিং করেছেন টিনা

আসন্ন ঈদ উপলক্ষে সংগীতশিল্পী টিনা একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘তুমি কাছে থেকেও’। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু।
সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। এতে মডেল হিসেবে আছেন শিল্পী নিজেই।
জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির ভিডিও ব্যাংককসহ থাইল্যান্ডের কয়েকটি স্থানে ধারণ করা হয়েছে বলে জানান টিনা।
গানটি সম্পর্কে শিল্পী টিনা বলেন, “২০১৪ সালে আমার প্রথম একক অ্যালবাম ‘আজ কি বৃষ্টি হবে?’ প্রকাশিত হয়। ‘তুমি কাছে থেকেও’ সেই অ্যালবামের অন্যতম গান। দীর্ঘ বিরতির পর আবার ইচ্ছে হলো গানটি নিয়ে কাজ করার। সুযোগও চলে এলো। তাই গানটার ভিডিও করলাম। ভিডিওটির বেশিরভাগ অংশ ধারণ করা হয়েছে ব্যাংককের কোহ-সামুইতে। এ এক ভিন্ন রকম অনুভূতি। আশা করছি শ্রোতা-দর্শকরা মুগ্ধ হবেন।’’
জুটি প্রোডাকশনের ব্যানার থেকে এর আগে দুটি কাভার গানের ভিডিও প্রকাশ হয়েছিল সেই হিসেবে এই প্রোডাকশনের প্রথম মৌলিক গানের ভিডিও ‘তুমি কাছে থেকেও’।