সাদাকালো ছবিতে বাবাকে স্মরণ সঞ্জয় দত্তের

‘আমাদের পরিবারের স্তম্ভ! মা ও বাবা, তোমাদের খুব মিস করছি’—বাবা সুনীল দত্তের ১৪তম মৃত্যুবার্ষিকীতে এভাবেই স্মরণ করলেন ছেলে সঞ্জয় দত্ত।
শুধু বলিউড ক্যারিয়ারেই নয়, ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের সাক্ষী এ তারকা। রঙিন দুনিয়ায় বাবা-মায়ের সাদাকালো ছবি পোস্ট করে স্মৃতিকাতর হলেন নিজে। ভারাক্রান্ত করলেন পুরো বি-টাউনকে। ছবিতে সঞ্জয় দত্ত একেবারেই কিশোর। বাবা ছাড়াও সঙ্গে রয়েছেন মা নার্গিস দত্ত ও দুই বোন প্রিয়া-নম্রতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে একই ছবি পোস্ট করেছেন সঞ্জয় দত্ত।
The pillars of our family! I miss you Mom & Dad pic.twitter.com/wOMYhzzqpb
— Sanjay Dutt (@duttsanjay) May 25, 2019
তিন ছেলেমেয়ের মধ্যে সবার বড় সঞ্জয় দত্ত। সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত বাবা সুনীল দত্তের মতোই রাজনীতিবিদ। কংগ্রেসের সাংসদ। ২০১৯-এর সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রিয়া কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন।
১৯৮১ সালে ‘রকি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সঞ্জয় দত্ত। তারপর ‘সাজন’, ‘সড়ক’, ‘ইলাকা’, ‘থানেদার’, ‘খলনায়ক’, ‘বাস্তব’, ‘বিধাতা’র মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন।
১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িত ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে টাডা আইনে গ্রেপ্তার হন সঞ্জয় দত্ত। গত বছর পরিচালক রাজকুমার হিরানি তাঁর জীবনী নিয়ে বায়োপিক ‘সঞ্জু’ নির্মাণ করেন। সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে এ ছবি। সূত্র : এনডিটিভি