Beta

আমার সঙ্গেই কেন বারবার এমনটা হচ্ছে : মাহি

২৭ মে ২০১৯, ১৫:২৪

বিনোদন প্রতিবেদক
নায়িকা মাহিয়া মাহি। ছবি: মোহাম্মদ ইব্রাহিম

সম্প্রতি নায়িকা মাহিয়া মাহির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাকড হয়। পরে সেই পেজ থেকে গত শনিবার সকালে একটি বিব্রতকর অশ্লীল ভিডিও আপ করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এক মিলিয়ন লাইক পাওয়া ভেরিফায়েড পেজটিতে এমন ভিডিও আপ হওয়ায় বেশ নিন্দা করছেন ভক্তরা।

বিষয়টি নিয়ে ঘটনার দিন মাহি চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। মাহি জানান, গত ২৩ মে ভোররাত থেকে আইডি ও পেজ নিয়ন্ত্রণে ছিল না তাঁর। এমনকি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিজঅ্যাবল হয়ে যায়। শুধু সচল থাকে পেজ। পেজটি সচল থাকলেও তা নিয়ন্ত্রণে চলে যায় হ্যাকারদের। আর তারাই আপ করে আপত্তিকর ভিডিও। পরে ভিডিওর বিষয়টি মাহির কানে গেলে ৯৯৯-এ যোগাযোগ করে সরানো হয় ভিডিও।

সবার উদ্দেশে মাহি প্রশ্ন রেখে বলেন, ‘আমি ফেসবুকে ঘনঘন পোস্ট করি। একটু বেশিই ফেসবুকে অ্যাকটিভ। এটাই কি আমার অপরাধ? আমার প্রথম আইডি সামিরা আকতার নিপা মাহি। যেটা গত বছর হ্যাকড হয়। পরে আবার আইডি খুলি। কারণ, ফেসবুকে তো এখন আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। এবার সেই আইডিও হ্যাক হয়। আমার সঙ্গেই কেন বারবার এমনটা হচ্ছে?’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মাহির। এরপর বেশ কয়েকটি হিট চলচ্চিত্র উপহার দিয়ে বিয়ে করে বেশ আড়ালে চলে যান। তবে সম্প্রতি ফের কাজে ফিরেছেন এই নায়িকা।

এদিকে ফেসবুক পেজের মূল অ্যাডমিন মাহি নন। জাজ মাল্টিমিডিয়ায় কাজ করার সময় এটা জাজ থেকে খুলে দেওয়া হয়েছিল। ২০১৫ সাল জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্ক ফাটলের পর পেজটি জাজ কর্তৃপক্ষে তাদের নিয়ন্ত্রণে রেখে দেয়। সাত লাখের অধিক ছিল সেই পেজের ফলোয়ার।

চার বছর পর সম্প্রতি পেজটি মাহিকে ফেরত দেয় জাজ। আর নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরই হ্যাকাদের কবলে পড়ে মাহির সেই পেজ।

Advertisement