হঠাৎ বোরকা কেন পরলেন ফারিয়া?

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ সরব নুসরাত ফারিয়া। দুই বাংলার আলোচিত এই অভিনেত্রী ফেসবুকে নিজের ছবি শেয়ার করেন প্রায়ই।
গত ২৩ মে তাঁর মুক্তির অপেক্ষায় থাকা ‘বিবাহ অভিযান’ চলচ্চিত্রের একটি দৃশ্যের ছবি ফেসবুকে শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘হাই, আমি রাই। ঝগড়া করতে ভালোবাসি।’
বোঝাই যাচ্ছে, চলচ্চিত্রটিতে রাই চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। ছবিতে স্টাইলিশ লুকে ধরা পড়েন ফারিয়া।
এই ছবি প্রকাশের একদিন পরই এই অভিনেত্রী ফেসবুকে আর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে জানতে’। বোরকা পরিহিত এই ছবিতে লাইক পড়েছে হাজার হাজার। সেই দিনেই বোরকা পর আরো একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানেও দেখা যায় হাজার লাইক। মায়াবী চোখের ফারিয়াকেও লাগছিল আকর্ষণীয়।
‘মাশা আল্লাহ’ বলে মন্তব্য করেছেন অনেকেই। এর মধ্যে তপি খান নামের একজন মন্তব্য করেছেন ‘রোজার লুক’।
এর প্রতিউত্তরে ফারিয়া বলেন, ‘আসলে বিষয়টা সেরকম নয়। পরিবারের সঙ্গে আমি যখন সময় কাটাই তখন এভাবেই থাকি।’
এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় ফারিয়ার। তিনি বলেন, ‘বাসায় মিলাদ মাহফিল হয়েছিল। তাই বোরকা পরেছিলাম।’
রমজানে রোজাও রাখছেন বলে জানান ফারিয়া। ইফতারে কী খেতে ভালোবাসেন জানতে চাইলে ফারিয়া বলেন, ‘তরমুজের জুস ও ভেজিটেবল’।
এদিকে, নুসরাত ফারিয়ার টলিউডের নতুন ছবি ‘বিবাহ অভিযান’ আগামী ২১ জুন মুক্তি পাচ্ছে। ছবির প্রচারণায় অংশ নিতে ঈদের ছুটি শেষ করেই কলকাতায় উড়াল দেবেন ফারিয়া।
ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত রোমান্টিক-কমেডি ছবির শুটিং শুরু হয়েছিল এপ্রিলে। বিরসা দাশ গুপ্ত পরিচালিত ছবিটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে অঙ্কুশকে।
নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘আশিকী’র নায়কও ছিলেন অঙ্কুশ। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।