সালমানকে কটাক্ষের জেরে সোনাকে মৃত্যুর হুমকি

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সালমান খানের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁকে তিরস্কার করেন বলিউড সংগীতশিল্পী সোনা মহাপাত্র। এর একদিন পরেই সালমানের ‘রাগী’ ভক্তের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেন সোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে তা জানিয়েছেন শিল্পী নিজেই।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নিজের পেজে স্ক্রিনশট যুক্ত করে সোনা লিখেছেন, ‘এই হিরোর’ (সালমান) অনুরাগীদের কাছ থেকে প্রায়ই তিনি নোংরা বার্তা পাচ্ছেন।
Such & such mails come my way regularly , from the followers of this ‘hero’ of bad behaviour. This beacon of ‘human’ values who inspires such serial toxic behaviour is actually claiming the title of #Bharat , drawing parallels with our great nation, nothing lesser. @NCWIndia pic.twitter.com/8cxH6vtZyg
— SONA (@sonamohapatra) May 28, 2019
সালমান খানের ‘ভারত’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘স্নায়ুযুদ্ধ’ নিয়ে নানা জল্পনা আজও আলোচনার কেন্দ্রে। এখনো সুযোগ পেলে প্রিয়াঙ্কাকে একহাত নিচ্ছেন বলিউড ভাইজান।
মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে বিয়ের কথা বলে শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে ‘ভারত’ ছাড়েন প্রিয়াঙ্কা চোপড়া। পরে তাঁর স্থলাভিষিক্ত হন ক্যাটরিনা কাইফ। এরপর থেকেই বিভিন্ন ইভেন্ট ও সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে খোঁচা মারতে ভোলেন না সালমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘সারা জীবন সে (প্রিয়াঙ্কা) কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেছে। যখন সে নিজের জীবনের সবচেয়ে বড় সিনেমাটি পেল, তখনই সেটি ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলল। ওকে সালাম! সাধারণত মানুষ এমন সিনেমার জন্য স্বামীকে ছেড়ে দেয়।’
সালমানের ওই বক্তব্যের পর বেজায় চটেন সংগীতশিল্পী সোনা মহাপাত্র। বলেন, প্রিয়াঙ্কা তাঁর জীবনের সেরা কাজটিই করেছেন। তাঁর যাত্রায় নারীরা অনুপ্রাণিত।
এর আগেও একাধিকবার টুইটারে সালমান খানকে তুলোধুনো করেছেন সোনা মহাপাত্র। কিছুদিন আগে তিনি টুইটার কর্তৃপক্ষকে অনুরোধ করেন, তাঁর টাইমলাইনে সালমানের কোনো টুইট যেন দেখা না যায়। সূত্র : ইন্ডিয়া টুডে