দাম্পত্য জীবনের ৪৬ বছর

Looks like you've blocked notifications!
অমিতাভ-জয়া বচ্চনের ৪৬তম বিবাহবার্ষিকী আজ। ছবি : সংগৃহীত

আজ থেকে ৪৬ বছর আগে, এই দিনেই (৩ জুন) সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া ভাদুড়ি। তারপর অনেক বাধা পায়ে দলে, অনেক ঝড়ঝাপ্টা সামলে আজ ৪৬তম বিবাহবার্ষিকী অমিতাভ-জয়া বচ্চনের।

সকাল থেকেই ভক্তরা তাই অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন বিশিষ্ট তারকা-দম্পতিকে। তবে অমিত-জয়াকে প্রথম শুভেচ্ছা জানান ছেলে অভিষেক বচ্চন। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে মা-বাবার ছবি শেয়ার দিয়ে ছোট বচ্চন লিখেছেন, ‘আমি তোমাদের দুজনকেই ভীষণ ভালোবাসি।’

নিজের ব্লগে বিবাহজীবনের গল্প শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। জানিয়েছেন নানা অজানা। বলেছেন, ৪৬ বছর আগে তাঁর সঙ্গে জয়ার বিয়ে অনেকটা হুট করেই। অমিতের সঙ্গে জয়ার যখন প্রথম আলাপ, ততদিনে তিনি নামী অভিনেত্রী। আস্তে আস্তে অমিতের বিপরীতেও অনেক ছবির নায়িকা হন জয়া। শেষে ১৯৭১ সালে ‘গুড্ডি’, ১৯৭৩-এ মুক্তি পায় ‘জঞ্জির’। ছবি সুপারহিট হওয়ায় তাঁরা ঠিক করেন লন্ডনে যাবেন উদযাপন করতে।

ওই সময় অমিতাভের বাবা প্রয়াত কবি হরিবংশ বচ্চন বলেন, ‘অবিবাহিত অবস্থায় লন্ডনে একসঙ্গে না যাওয়াই ভালো। তার চেয়ে বিয়ে করে একসঙ্গে লন্ডনে যাও।’ বাবার এই আদেশ সেদিন ফেলতে পারেননি বিগ বচ্চন।

৭৬ বছরের তরুণ অমিতাভ বচ্চন আরো লেখেন, ‘দুই বাড়ি মিলে রাতারাতি বিয়ে দিয়ে দিল আমাদের! যে রাতে আমরা ফ্লাইট ধরব সেই রাতেই।’

বিয়ের পরেও অমিতাভ-জয়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’ ও ‘সিলসিলা’ উল্লেখযোগ্য। শ্বেতা ও অভিষেকের জন্মের পরেও জয়া কিছু ছবিতে অভিনয় করেন। সূত্র : এনডিটিভি