বৃষ্টিতে কতটা প্রভাব ফেলেছে ঈদের ছবিতে

Looks like you've blocked notifications!

সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। দিনটিকে রাঙাতে এক শ্রেণির মানুষ সিনেমা হলে ভিড় করে। তবে সকাল থেকে ঢাকা ও তার আশপাশে বৃষ্টির কারণে প্রভাব পড়েছে ঈদের ছবিতে। সিনেমা হল অনেকটাই দর্শক শূন্য। এবার ঈদে ২৬১ সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র।

ঢাকার মধুমিতা সিনেমা হলে চলছে শাকিব খানের নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। সিনেমা হলে টিকেট ম্যান আব্দুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সকাল ১২টা থেকে শো শুরু করেছি। বৃষ্টির কারণে দর্শক কম। অনেকটাই হতাশা জনক। কারণ আমাদের হলে ১৩ আসন রয়েছে। এর মধ্যে আড়াইশর মতো টিকেট বিক্রি হয়েছে। ছবিটি ভালো, দিন ভালো হলে দর্শক আসবে বলে মনে হয়। যারা ছবিটি দেখছে তারা উপভোগ করছে। মাঝেমধ্যেই হাততালি, শিষ বাজছে।

জোনাকি সিনেমা হলে চলছে  ‘নোলক’। সিনেমা হলের টিকেটম্যান রন্জন বাবু বলেন, ‘বৃষ্টির কারণে দর্শক একেবারেই কম। সকাল সাড়ে ১১টায় আমরা শো শুরু করেছি। সকালের শোতে ১০০-এর মতো টিকেট বিক্রি করেছি। বৃষ্টির জন্য এমনটা হয়েছে। না হলে আজ আমরা ব্লেকে টিকেট বিক্রি করতাম। ঈদের দিনটা মাটি করে দিল বৃষ্টি।

স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দিন আমরা বিকেল থেকে চলচ্চিত্র প্রদর্শন শুরু করব। যে কারণে সকালের বৃষ্টি প্রভাব ফেলার সুযোগ নেই। তবে বিকেলে খেলা চলবে। সেটা নিয়ে আমরা শংকায় আছি।   

শাকিব খানের নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছে ১৭৭টি সিনেমা হলে। অনন্য মামুনের গল্প নির্ভর চলচ্চিত্র ‘আবার বসন্ত’ মুক্তি পেয়েছে সাতটি সিনেমা হলে, সাকিব সনেট প্রযোজিত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে ৭৭টি সিনেমা হলে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নিয়ে নির্মিত’পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও বন্ধু মোহাম্মদ ইকবাল। পরিচালনা করেছেন মালেক আফসারী। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

‘আবার বসন্ত’, গল্পনির্ভর এই চলচ্চিত্রটি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সগুলোতে ঈদে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শীয়া, আনন্দ খালেদ, ইমতুসহ অনেকে। সিনেপ্লেক্সসহ মোট সাতটি হলে ছবিটি মুক্তি পেয়েছে।

‘নোলক’ ছবিতে শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন নায়িকা ববি। ছবিটি প্রযোজক সাকিব সনেট। ফেরারি ফরহাদের লেখা এ কাহিনীর ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।  দেশের ৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।