ঈদের ৬ষ্ঠ দিনে এনটিভির আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। চলুন জেনে নিই, আগামীকাল ঈদের ষষ্ঠ দিনে কী কী অনুষ্ঠান থাকবে এনটিভির পর্দায়।
বাংলা ছায়াছবি ‘ডাক্তার বাড়ি’
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘ডাক্তার বাড়ি’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অমিত হাসান, সুচরিতা, শাবনাজ, জনা প্রমুখ।
টেলিফিল্ম ‘শেষ বিকেলের মেয়ে’
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘শেষ বিকেলের মেয়ে’। জহির রায়হানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাজিয়া হক অর্ষা, সাদিয়া জাহান প্রভা, তাসনুভা তিশা, পাপিয়া, দিলারা জামান, ফখরুল বাশার মাসুম, দিলু খান, দাউদ নূর প্রমুখ।
ট্রিবিউট : স্মৃতিতে শাহনাজ রহমতুল্লাহ
‘স্মৃতিতে শাহনাজ রহমতুল্লাহ’ অনুষ্ঠানটি বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। উপস্থাপনা করেছেন নুঝহাত সাওম। গান গেয়েছেন নদী, নন্দিতা, নাজু আখন্দ, স্বরলিপি ও বর্ণালী সরকার।
ধারাবাহিক নাটক ‘রং চা’
৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘রং চা’-এর ৬ষ্ঠ পর্ব। এজাজ মুন্নার রচনায় এটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’
৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সৌদি গোলাপ’ ধারাবাহিক নাটকের ষষ্ঠ পর্ব। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।
স্ট্যান্ডাপ কমেডি : হাসতে নাকি নেইকো মানা
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে স্ট্যান্ডাপ কমেডি অনুষ্ঠান ‘হাসতে নাকি নেইকো মানা’। এটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা করেছেন সুষমা সরকার। অংশগ্রহণ করেছেন ডা. এজাজ, হা সো ও মিরাক্কেলের শিল্পীরা।
ধারাবাহিক নাটক ‘মতলব’
রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মতলব’-এর ষষ্ঠ পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।
নাটক ‘রিয়ার ভিউ মিরর’
রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক রিয়ার ভিউ মিরর। এর গল্প ও চিত্রনাট্য করেছেন আইভান হো মুকিত। পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জোভান, পিয়া বিপাশা, করবী মিজান রিভি প্রমুখ।