অপূর্ব, মম আর নাঈমের ‘কাপল’
‘কাপল’ তো হয় দুজনকে নিয়ে, তিনজনেও হয় নাকি? মম, অপূর্ব ও নাঈম একসঙ্গে জুটি বেঁধে তো তেমনই এক কাজ করছেন। নাটকের নাম ‘কাপল’। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।
একসঙ্গে জুটি বেঁধে মম-অপূর্ব অনেক সফল নাটক উপহার দিয়েছেন দর্শককে। এবারে এই সফল জুটির সঙ্গে যোগ দিলেন নাঈম। এই তিনজন মিলিয়েই হবে ‘কাপল’।
‘কাপল’ নাটকে ‘এত মায়া’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ‘এত মায়া’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। উত্তরাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করেছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান।
কোন চ্যানেলে বা কবে এই ‘কাপল’ দেখতে পারবেন দর্শক, তা অবশ্য এখনো ঠিক হয়নি। তবে পরিচালক জানিয়েছেন, খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘কাপল’ নাটকটি প্রচারিত হবে। নাটক নিয়ে তিনি বললেন, ‘কাপল’ নাটকটিতে একটি মিষ্টি গল্প রয়েছে। নাটকটিতে সূর্যাস্তের মনোরম কিছু দৃশ্য রয়েছে। নাটকটির প্রতিটি দৃশ্য আমরা অনেক যত্ন নিয়ে করার চেষ্টা করেছি।’