৫ দিনে আয় ১৫০ কোটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/10/photo-1560143696.jpg)
সালমান খান, ক্যাটরিনা কাইফ আর আলি আব্বাস জাফরের যৌথতা যে সিনেপ্রেমীরা বারবার লুফে নেবেন, ‘ভারত’ দিয়ে তা আরেকবার প্রমাণ হলো। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্রটি বক্স অফিসে ঝড় তুলেই চলেছে। থামার লক্ষণ নেই। এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিও দারুণ ব্যবসা করেছিল।
গত ৫ জুন মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। সুপারস্টার সালমান খান আর আবেদনময়ী ক্যাটরিনার রসায়ন এবারও ভক্তের হৃদয় জয় করে নিল। আর তার প্রভাব পড়ছে বক্স অফিসেও। মুক্তির মাত্র চার দিনেই ভারতের বক্স অফিসে ‘ভারত’ অতিক্রম করেছে ১০০ কোটির মাইলফলক। এবার ১৫০ কোটি অতিক্রমের দ্বারপ্রান্তে।
গত শনিবার পর্যন্ত ‘ভারত’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ১২২.২০ কোটি রুপি। ভারতে গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন। স্বভাবতই প্রেক্ষাগৃহমুখি ছিল দর্শক। বাণিজ্য সংশ্লিষ্টদের পূর্বানুমান, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ রোববার সংগ্রহ করেছে প্রায় ২৮ কোটি রুপি। আর তা হলে, পাঁচ দিনে এ ছবির মোট সংগ্রহ দাঁড়াবে ১৫০.২০ কোটি রুপি।
ভারতের বক্স অফিসে মুক্তির দিন বুধবার ‘ভারত’ আয় করে ৪২.৩০ কোটি রুপি, বৃহস্পতিবার ৩১ কোটি রুপি, শুক্রবার ২২.২০ কোটি রুপি ও শনিবার ২৬.৭০ কোটি রুপি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শের হিসাবে, চার দিনে এ ছবির সংগ্রহ ১২২.২০ কোটি রুপি।
#Bharat rocks the BO... Biz jumps on Day 4... Multiplexes join the party, single screens rock-steady... Will continue its winning streak today [Sun]... Being patronised by family audience... Wed 42.30 cr, Thu 31 cr, Fri 22.20 cr, Sat 26.70 cr. Total: ₹ 122.20 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) June 9, 2019
৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরে এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হলো সালমানের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত এ সিনেমায়।
Big thk u sabko fr giving sabse bada opening mere career ka par what made me the happiest & proudest is ki during a scene in my film jab national anthem is recited ev1 stood up as a mark of respect. There could be no bigger respect for our country than this... Jai Hind#Bharat
— Salman Khan (@BeingSalmanKhan) June 6, 2019
‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। সূত্র : ইন্ডিয়া টুডে