Beta

১৮ বছরে ‘লগন’, আমিরের আবেগঘন বার্তা

১৬ জুন ২০১৯, ২২:৫৯

অনলাইন ডেস্ক
বলিউড সুপারস্টার আমির খান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। এবার আবেগাক্রান্ত হলেন আমির। তাঁর অভিনীত ‘লগন’ মুক্তির ১৮ বছর পূর্ণ হলো। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকার পারিচালিত এ ছবি, পূর্ণ করল ১৮ বছর। সময় কী দ্রুত বয়ে যায়!

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো দিনের স্মৃতি উচ্চারণ করলেন আমির খান। উদযাপন করলেন বিশেষ দিনটি। সিনেমার পোস্টার শেয়ার দিয়ে ক্যাপশনে লিখলেন, “ধন্যবাদ আশুতোষ গোয়ারিকার, ধন্যবাদ ‘লগন’-এর সঙ্গে যুক্ত সবাইকে। কী স্মরণীয় আর সুন্দর যাত্রা। দেখে কী না ভালো লাগছে।”

‘লগন’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

শুধু গল্পের কারণেই ব্লকবাস্টার নয় ‘লগন’, এর ধ্রুপদি গানও অগণিত মানুষের হৃদয় ছুঁয়েছিল। ভারতবাসীর হৃদয়ে জাগিয়েছিল প্রগাঢ় দেশপ্রেম।

নিজের দারুণ সব সিনেমার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত আমির খান। চীনে তাঁর রয়েছে তুমুল জনপ্রিয়তা। প্রতি ঘরেই উচ্চারিত আমিরের নাম। বিশ্বজুড়ে তাঁর রয়েছে অসংখ্য ভক্ত।

নিজের ৫৪তম জন্মদিনে আমির খান ঘোষণা দিয়েছিলেন তাঁর পরবর্তী প্রকল্পের নাম ‘লাল সিং চাড্ডা’। দর্শক তাঁকে রুপালি পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। সূত্র : বলিউড বাবল

Advertisement