এনটিভির ১৭তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছা

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৬ বছর পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানটি এখন আরো ঋদ্ধ, আরো প্রাণচঞ্চল ও আরো গণমুখী। আজ ১৭ বছরে পা রাখল এনটিভি।
এনটিভি জন্মদিনে চলচ্চিত্র তারকা শিল্পীরা শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন। দেশের বাইরে এনটিভির অবস্থানে গর্বিত কেউ কেউ।
‘আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন খুব ভালো নয়। তবে আশা করি, আগামী দিনে চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে। আমি অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করছি। সবারই উচিত চলচ্চিত্রের পাশে দাঁড়ানো। কোনো চলচ্চিত্র মুক্তি পেলে তার পক্ষে প্রচারণা প্রয়োজন। আমি প্রত্যাশা করব, এনটিভি নিয়মিত নিউজের পাশাপাশি চলচ্চিত্রের খবর বেশি বেশি প্রচার করবে। এনটিভির জন্মদিনে আমার শুভেচ্ছা।’ এনটিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কথাগুলো বলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান।
নায়ক বাপ্পী শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকেই আমি এনটিভিকে পাশে পেয়েছি। আশা করি, আগামী দিনেও আমাদের পাশে থাকবে। অনেক আগে থেকেই আমি এনটিভির একজন দর্শক। নাটক, অনুষ্ঠান ও খবরগুলো আমার বেশি দেখা হয়। সময় পেলে এখনো দেখি। আশা করি, গত ১৬ বছরের মতো আগামী দিনেও মানসম্পন্ন বিনোদন দেবে এনটিভি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এনটিভিকে।’
নায়ক সাইমন বলেন, ‘এনটিভির অনুষ্ঠান বা ঝকঝকে পর্দা, দুটোই অনেক আকর্ষণ করে সব সময়। আমি সময় পেলে এনটিভি দেখি। আজ এনটিভির জন্মদিন, অনেক অনেক শুভকামনা। আশা করি, মানুষের প্রত্যাশা পূরণ করতে কাজ করে যাবে এনটিভি।’
অপু বিশ্বাস বলেন, ‘এনটিভির অনেক অনুষ্ঠানই দেখা হয়। তবে পুরোনো দিনের সিনেমার গান নিয়ে যে অনুষ্ঠান রয়েছে, সেটি অনেক ভালো লাগে। এতে করে আমাদের পুরাতন বা সিনিয়র শিল্পীদের কাজগুলো নতুনরা দেখতে পারে। তবে এনটিভির কাছে চাওয়া, নতুন ছবির গান নিয়ে যদি অনুষ্ঠান হয় তবে আমাদের নতুন কাজগুলোও দর্শক দেখতে পেত। ১৭তম জন্মদিনে অনেক শুভেচ্ছা এনটিভিকে।’
নায়িকা পপি বলেন, ‘আমার পছন্দের টিভি চ্যানেল এনটিভি। নাটক, টেলিফিল্ম বা অনুষ্ঠান যেগুলো প্রচার করা হয়, সেগুলো বেশ মানসম্পন্ন। মাঝেমধ্যে আমার পুরোনো সিনেমাগুলোও দেখা হয় এনটিভিতে। আশা করি, নিজের মান বজায় রেখে কাজ করে যাবে এনটিভি। অনেক অনেক ভালোবাসা ও দোয়া এনটিভির জন্মদিনে।’
নায়িকা পরী মণি বলেন, ‘দেখতে দেখতে ১৬ বছর পার করল এনটিভি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই এনটিভিকে নানাভাবে পাশে পেয়েছি। আশা করি, সামনের সময়গুলোতেও পাব। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এনটিভির জন্য।’
নায়িকা ববি বলেন, ‘ভালো মানের অনুষ্ঠান দিয়ে এনটিভি দেশ ছাড়িয়ে দেশের বাইরেও অবস্থান তৈরি করেছে। আমি যখন বিভিন্ন দেশে শুটিং করতে গিয়েছি, সেখানেও এনটিভির প্রশংসা শুনেছি। দেশের বাইরে নিজের দেশে একটি টিভি চ্যানেল নিয়ে প্রশংসা শুনলে সত্যি গর্ব হয়। এনটিভি বেঁচে থাকুক হাজার বছর।’