‘দিলদার তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে না নতুন কৌতুক অভিনেতারা’

Looks like you've blocked notifications!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদারের চলে যাওয়ার ১৬ বছর হয়ে গেল আজ। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তাঁর। ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বাংলা চলচ্চিত্রের এক সময়ের সেরা কৌতুকাভিনেতা দিলদার। তারপর আর তেমন কেউ কৌতুক অভিনেতা হিসেবে জায়গা নিতে পারছেন না,  চলচ্চিত্রের গল্পে থাকছে না কৌতুক অভিনেতাদের স্থান, যে কারণে জন্ম হচ্ছে না নতুন কৌতুক অভিনেতার, এমনই মনে করেন চিকন আলী। আজ এই অভিনেতার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

‘গুণী শিল্পীদের অনেক অনুষ্ঠান হয়, জন্মাদিনে কেক কাটা বা মৃত্যুবাষিকীতে মিলাদ, কোনোটাই হয় না দিলদার ভাইয়ের বেলায়। অথচ দেশের এত বড় একজন শিল্পী ছিলেন দিলদার ভাই। এখনো দেশের কোটি মানুষের প্রিয় দিলদার ভাই। সবাই তার জন্য দোয়া করবেন।’ দিলদারকে নিয়ে কথাগুলো বলেন চলচ্চিত্র কৌতুক অভিনেতা চিকন আলী।

চিকন আলী বলেন, ‘আমি ছোট বেলা থেকেই কৌতুক প্রিয় একটা মানুষ। সিনেমা হলে যেতাম কৌতুক অংশ দেখার জন্য। তখন আমি দেখেছি যারা সিনেমা দেখতেন তারা শুধু নায়ক নায়িকা নিয়ে আলোচনা করতেন না, কৌতুক অভিনেতাদের নিয়েও আলোচনা করতেন। এখনকার ছবিতে আর তেমন কৌতুক দেখা যায় না। যে কারণে বর্তমানে আমরা যে দুয়েকজন কৌতুক অভিনেতা হিসেবে কাজ করছি, তারা জায়গা করে নিতে পারছি না।’

চিকন আলী আরো বলেন, ‘বর্তমান সময়ে যে চলচ্চিত্র গুলো নির্মাণ হচ্ছে, দেখা যায় নায়ক-নায়িকা উপর গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। সেখানে  শুধু নায়ক নায়িকা থাকে, তাদের মা-বাবা বা ভাইবোন পর্যন্ত থাকে না। ছবির মধ্যে দর্শকদের কিছুটা রিলিজ দিতে কৌতুক অংশ ব্যবহার করা হতো, যা এখন আর হচ্ছে না।’

নকল ছবিতে বাদ দিচ্ছে কৌতুক অংশ, দাবি করে চিকন আলী বলেন, ‘আমাদের দেশি চলচ্চিত্রের বেশির ভাগ তামিল ছবির নকল। তবে সেই ছবিগুলো থেকেও কৌতুক অংশ বাদ দেওয়া হচ্ছে। আর দেশি যে ছবিগুলো নির্মাণ হচ্ছে, তারা ঠিক মতো কৌতুক বোঝে না। যে কারণে দিন দিন কৌতুক নাই হয়ে যাচ্ছে সিনেমা থেকে।’