গুরুতর আহত বাপ্পী, ‘ডেঞ্জার জোন’-এর শুটিং বন্ধ

Looks like you've blocked notifications!

শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আজ দুপুরে ‘ডেঞ্জার জোন’ ছবির একটি রিস্কি শট দিতে গিয়ে আহত হন তিনি। গাজীপুর জাতীয় উদ্যানে আরো দুদিন শুটিং করার কথা থাকলেও আপাতত ছবির শুটিং বন্ধ রেখেছেন ছবির পরিচালক বেলাল সানি।

এ বিষয়ে পরিচালক বেলাল সানি এনটিভি অনলাইনকে বলেন, ‘একটি দৃশ্যের শুটিং করছিলাম বাপ্পী ও জলিকে নিয়ে। সেখানে দেখা যাবে বাপ্পী বিভিন্ন গাছের সঙ্গে বাড়ি খাচ্ছে। কোনো ডামি ব্যবহার না করেই বাপ্পী শট দিচ্ছিলেন। তাঁর কোমরে বাঁধা ছিল দড়ি, দড়ির অপর অংশ বাঁধা ছিল ক্রেনের সঙ্গে। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী, বাড়ি খাবেন বিভিন্ন গাছের সঙ্গে। কোমরে বাঁধা দড়ির টান জোরে হয়েছিল, যে কারণে সত্যি সত্যি বাপ্পী উড়ে যান। ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত হন বাপ্পী। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রাম নিচ্ছেন বাপ্পী। এরই মধ্যে ঢাকার দিকে রওনা করেছেন তিনি।’

শুটিং বন্ধ জানিয়ে সানি বলেন, ‘আমরা আজ শুটিং বন্ধ রেখেছি। ইউনিট ঢাকায় ফিরছে। বাপ্পী চৌধুরী সুস্থ হওয়ার পর আবারও ছবির শুটিং শুরু করব। গাজীপুর জাতীয় উদ্যানে আরো দুদিন শুটিং করতে হবে। তার পর একটি গানের শুটিং করব এফডিসিতে।’

বেলাল সানি পরিচালিত এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জলি। এ ছাড়া ছবিতে অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।