তবে কি নাটকে খাবার/গাড়ি সরবরাহ করছে বিএফডিসি?
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুটিংয়ের প্রয়োজনে লাইট, ক্যামেরা, ডাবিং, এডিটিং, কালার মিক্সসহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায়। এমনকি জিমিজিব, ট্রলিও ভাড়া দিচ্ছে এই প্রতিষ্ঠান। শুটিংয়ের প্রয়োজনে এফডিসির শুটিং ফ্লোর, এফডিসি চত্বরও ভাড়ায় দিচ্ছে তারা। তবে কোনো নাটক বা সিনেমায় খাবার বা গাড়ি সরবরাহ করা হয় না এই প্রতিষ্ঠান থেকে।
সম্প্রতি অনেক নাটকের টাইটেলে লেখা হচ্ছে খাবার/গাড়ি সরবরাহ করছে এফডিসি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সহকারী পরিচালক সমিতির সহসাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়াপ্রবাসী সরদার মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘যেহেতু আমি দেশের বাইরে থাকি, তাই নিয়মিত ইউটিউবে নাটক দেখি। বর্তমান সময়ের নাটকগুলো বেশি দেখা হয়। সেখানে অনেক নাটকে দেখেছি টাইটেলে বিএফডিসির খাবার বা গাড়ি সরবরাহ করার কথা লেখা থাকে। কিন্তু এটা কেন লেখে, আমার মাথায় আসে না। যে খাবার বা গাড়ি সাপ্লাই দেয়, তার নাম দেওয়া যেতে পারে; বিএফডিসি তো কাউকে খাবার বা গাড়ি সাপ্লাই দেয় না।’
বিষয়টি নিয়ে বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি নিজেও অনেক নাটকে দেখেছি, তারা টাইটেলে লিখছে খাবার/গাড়ি সরবরাহ বিএফডিসি। আসলে বিষয়টি ঠিক নয়। কারণ, আমরা এফডিসি থেকে কোনো শুটিংয়ে খাবার বা গাড়ি সরবরাহ করছি না। লাইট, ক্যামেরা, ডাবিং, এডিটিং, আধুনিক জিমিজিব, ট্রলি, শুটিং ফ্লোর, এমনকি শুটিংয়ের প্রয়োজনে এফডিসি চত্বর ভাড়া দিচ্ছি। গাজীপুরের কবিরপুর বঙ্গবন্ধু ফিল্মসিটিতেও একই ধরনের ব্যবস্থা হচ্ছে। খাবার গাড়ি আমরা যেমন ভাড়া দিই না, তেমনি আগামী দিনেও দেওয়ার কোনো চিন্তা নেই এফডিসি কর্তৃপক্ষের।’
বিষয়টি নিয়ে পরিচালক শামিম জামান বলেন, ‘আসলে অনেক পরিচালক তাঁদের টাইটেলে এমন লিখে থাকবেন হয়তো। আমি মনে করি, এটি পরিচালকের অজ্ঞতার কারণে হচ্ছে। অথবা টাইটেলে লিখতে হয়, তাই কোনো একটা কিছু লিখে দিচ্ছে, এটা ঠিক নয়।’
খবর নিয়ে জানা যায়, এফডিসির গেটে পাশে যে রেললাইন রয়েছে, সেখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। মূলত সেখান থেকে নাটক বা সিনেমায় নিয়মিত খাবার সরবরাহ করা হয়ে থাকে। বিএফডিসি প্রতিষ্ঠালগ্ন থেকেই এরা খাবার সরবরাহ করছে। এদের মধ্যে কাল্লুর খাবার, মোল্লার খাবার, নূরুল্লার খাবার বেশ জনপ্রিয়। এ ছাড়া কালাম, শাজাহান, বেলালসহ প্রায় ১০-১২টি খাবারের হোটেল রয়েছে সেখানে। পুরাতন কিছু বাস এফডিসি গেট থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে, যেগুলো শুটিংয়ে ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ করেন কয়েকজন প্রডাকশন ম্যানেজার। বিএফডিসি খাবার বা গাড়ি সরবরাহ করছে না।