সন্তান নিতে ঢের বাকি প্রিয়াঙ্কার

সময়টা বেশ চুটিয়েই উপভোগ করছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খুনসুটি— সবই হচ্ছে। এ যেন রোমান্সের এক ফুল প্যাকেজ। আর এরই মাঝে এ দম্পতির সন্তান নেওয়া বা নেওয়ার চেষ্টার বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে গুঞ্জন কানে আসার পর মুখ খুলেছেন দুজনেই। বলেছেন, ‘আমরা অবশ্যই সন্তান নিতে চাই, তবে এ মুহূর্তে তা নিয়ে ভাবছি না।’
সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বলা হয়েছে, নিক-প্রিয়াঙ্কা সন্তান নেওয়ার চেষ্টা করছেন না। তাঁরা দাম্পত্য জীবন, ভ্রমণ ও কাজকে উপভোগ করছেন। তাঁরা ভাবছেন, ঠিক সময়েই সন্তান নেবেন এবং অবশ্যই এটি হবে তাঁদের জন্য আশীর্বাদ।
তবে গত জুনে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা সন্তানের আকাঙ্ক্ষার কথা জানান। প্রিয়াঙ্কা বলেন, “আমি আমার পৃথিবীতে কিছুটা পরিবর্তন আনতে চাই। আমার বাচ্চা আমার চারপাশে ঘুরছে আর বলছে, ‘ওই যে আমার মা’— এর চেয়ে সুন্দর অনুভূতি আর কী হতে পারে!”
সম্প্রতি বেশ ঘটা করে পালিত হয় আবেদনময়ী এ অভিনেত্রীর ৩৭তম জন্মদিন। সে স্মৃতি এখনো ভুলতে পারছেন না প্রিয়াঙ্কা।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপিত হয়। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন মা মধু চোপড়া ও বোন পরিণীতি চোপড়া। স্বামী নিক জোনাসের পরিবারের লোকজন তো ছিলেনই।
স্ত্রীর জন্মদিন উপলক্ষে গায়ক-গীতিকার নিক জোনাস জমকালো পার্টি দিয়েছিলেন। পাঁচ স্তরের লালরঙা জন্মদিনের কেকটি নেটিজেনদের নজর কেড়েছিল। অবশ্য এত লম্বা-চওড়া কেক দেখে অন্তর্জালে ব্যঙ্গ-বিদ্রুপও কম হয়নি। নেটিজেনরা বলাবলি করেছেন, এ তো নিকের চেয়েও লম্বা হয়ে গেছে!
কেকের রঙের মতোই পিসি পরেছিলেন লাল-সোনালি পোশাক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেদিনের বেশকিছু স্থিরচিত্র। আনন্দঘন মুহূর্তগুলো দেখলে বিশ্বাস করতেই হবে যে, সময়টা সত্যিই দারুণ যাচ্ছে প্রিয়াঙ্কা-নিক দম্পতির।