Beta

জন্মদিন কেমন কাটছে ভাবনার?

০৩ আগস্ট ২০১৯, ১৬:৫০

নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী ভাবনা ও পরিচালক অনিমেষ আইচ। ছবি : সংগৃহীত

অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ভাবনাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পাশাপাশি টিভি নাটকে মনোযোগী হয়েছেন একসময়। ভিন্নধর্মী অভিনয় দিয়ে দর্শকদের টেলিভিশনের সামনে ধরে রাখতে জানেন ভাবনা। দর্শকপ্রিয় এ অভিনেত্রী রুপালি পর্দাতেও বেশ সফল। আজ ৩ আগস্ট, এ অভিনেত্রীর জন্মদিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় আশনা হাবিব ভাবনা। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা প্রায় ছয় লাখ। এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অগণিত শুভানুধ্যায়ী ও ভক্ত।

তো, বিশেষ দিনটি কেমন কাটছে ভাবনার? পরিকল্পনাই বা কী? উত্তরে এ অভিনেত্রী এনটিভি অনলাইনকে জানালেন, শুট করেই কাটছে দিনটি। মুঠোফোনে কথা বলার সময়ও ‘ক্যামেরা’, ‘রোলিং’ ইত্যাকার শব্দ শোনা গেল। তবে গত রাতে ১২টা বাজতেই কেক কেটেছেন। পাশে ছিলেন পরিচালক অনিমেষ আইচ।

‘আজকের দিনটি শুটিং করেই কাটছে। জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। রাতে কেক কেটেছি। এরপর অনিমেষ আর আমি ঘুরলাম। রাতে অনিমেষ ছাড়া আর কেউ ছিল না,’ বললেন ভাবনা।

জন্মদিনের কেট কাটছেন ভাবনা, পাশে অনিমেষ। ছবি : সংগৃহীত

তবে আজ বিকেলে শুটিং শেষ করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বললেন ভাবনা।

ভক্তদের শুভেচ্ছায় উচ্ছ্বসিত ভাবনা। জানালেন কৃতজ্ঞতাও। বললেন, ‘ভক্তদের ধন্যবাদ দিতে চাই। তাঁদের কাছে দোয়া চাই, যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি। ভালো মানুষ হতে পারি।’

এনটিভিতে প্রচারিত অনিমেষ আইচের পরিচালনায় ‘বুবুন’ সিরিজটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। এতে অভিনয় করেছেন ভাবনা।

অনিমেষ আইচ নির্মিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ভাবনা দেশের শীর্ষস্থানীয় বেশকিছু প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবেও কাজ করেছেন। এবারের ঈদুল আজহায় ভাবনাকে অনিমেষ আইচের টেলিফিল্ম ‘ফেরা’য় দেখা যাবে।

লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Advertisement